আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টুকুর ছেলে নাফিস ও তার স্ত্রীর সম্পদ বিবিরণীর দাখিলের আদেশ

স্টাফ রিপোর্টার

টুকুর ছেলে নাফিস ও তার স্ত্রীর সম্পদ বিবিরণীর দাখিলের আদেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টুকুর দুই ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাফিস শামসের বিরুদ্ধে সম্পদ বিবরণী জারির নোটিশ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে নাফিস শামসের স্ত্রী মুমতাহিন মোস্তফার সম্পদ বিবরণ চেয়েছে দুদক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

দুদকের অভিযোগে বলা হয়, অনুমোদিত মামলার আসামি টুকু ৩ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ১৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া টুকুর ছেলে ও বেড়া পৌরসভার সাবেক মেয়র এস এম আসিফ শামসের বিরুদ্ধে ২৬ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৫৪৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার আরেক ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক এস এম নাসিফ শামসের বিরুদ্ধে ৫ কোটি ৬৪ লাখ ৪ হাজার ১৬ টাকা অর্জন ও তার স্ত্রীর বিরুদ্ধে এক কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারামতে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দিয়েছে দুদক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন