শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১২: ৫৪
আপডেট : ১৮ মে ২০২৫, ১৪: ৪২
আদালত

পাঁচ বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অপরাধে সজীব বেপারী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এরশাদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আসামি সজীব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড ভোগের আদেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, জরিমানার অর্থ আদায় করে ভিকটিম পরিবারকে দেয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত। এদিন রায় উপলক্ষে আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর সাজার পরোয়ানা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানো হয়। তবে আদালত থেকে হাজতখানায় নেয়ার সময় নিজেকে নির্দোষ দাবি করেন আসামি সজীব বেপারী।

২০২০ সালের ৫ মে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঘোষবাড়ি এলাকায় এক বছর শিশুকন্যাকে ডেকে নিয়ে ধর্ষণ করে সজীব বেপারী। ঘটনার সাত দিন পর ভিকটিম তার মাকে ঘটনা জানান। ১৩ মে ঢাকা তাকে মেডিকেলে ভর্তি করে ওই দিনই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করে ভিকটিমের পরিবার। পরে ওই বছরের ২৯ আগস্ট সজীব বেপারীকে আসামি করে অভিযোগপত্র দাখিল করলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আসামি সজীব বেপারী বরিশাল জেলার কাজিরহাট থানার রশিদ বেপারীর ছেলে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত