বিতর্কিত নির্বাচনের জন্য কমিশন দায়ী নয়: নুরুল হুদা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১৮: ১৫

বিতর্কিত নির্বাচনের জন্য আইন অনুযায়ী কমিশন দায়ী হতে পারেনা বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে এই মন্তব্য করেন তিনি। 

এর আগে রিমান্ড শুনানির এক পর্যায়ে বিচারক সাবেক এই প্রধান নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন, আপনি শপথ ভঙ্গ করেছেন কিনা? জবাবে তিনি বলেন, না, শপথ ভঙ্গ করেনি। এ সময় তিনি বলেন, ৫ জন লোক নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। ১৬ লাখ জনবল নিয়ে নির্বাচন পরিচালনা করা হয়। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলের নির্বাচন দেখার সুযোগ নেই। তখন বিচারক বলেন, আপনি তো শপথ নিয়েছেন, ফেয়ার ইলেকশন দিবেন। ভোটের অনিয়মের কারণে  আপনি কি ব্যবস্থা নিয়েছেন৷ তখন তিনি বলেন, রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন। হাইকোর্ট নির্বাচন বন্ধ করতে পারে। নির্বাচন কমিশন কিছুই করতে পারেনা। নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারেনা।

এ মামলায় শুনানি শেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।

আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে এ মামলা করে বিএনপি। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত