দেশের উচ্চ আদালতের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) বিচারক নিয়োগে ছয় সদস্যের কাউন্সিল গঠন করেছে সরকার। গতকাল রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত এ কাউিন্সলের অপর পাঁচ সদস্য হলেন- আপিল বিভাগের দুইজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের দুইজন বিচারপতি ও এটর্নি জেনারেল।
এ বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল গতকাল সাংবাদিকদের বলেছেন, উচ্চ আদালতে বিচারক পদে সৎ, দক্ষ, দলনিরপেক্ষ, যোগ্য ও অভিজ্ঞরা যাতে নিয়োগ পান এজন্য সুপ্রিম জুডিশিয়াল এপয়েন্টমেন্ট কাউন্সিল নামে একটি নিয়োগ কমিটি করেছে সরকার। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ও একজন কর্মরত বিচারপতি, হাইকোর্টের দুইজন বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের সমন্বয়ে এ কাউন্সিল হবে।
তিনি বলেন, দেশের মানুষ আদালতের কাছে ন্যায় বিচার আশা করে। বিগত সরকার উচ্চ আদালতে রাজনৈতিক বিবেচনায় অযোগ্য লোককে বিচারক নিয়োগ করে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা চাই যোগ্যরা বিচারক হিসেবে নিয়োগ পাক।

