আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কথা বললেই রিমান্ড, বাড়ে মামলার সংখ্যাও: পলক

স্টাফ রিপোর্টার
কথা বললেই রিমান্ড, বাড়ে মামলার সংখ্যাও: পলক

আদালতে এসে কথা বললেই রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে বলে অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পলককে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হলেও পরে নেয়া হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতে।

এ সময় প্রিজন ভ্যান থেকে হাজতখানায় নেওয়ার পথে পলক বলেন, কথা বললেই রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে। পেছনে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে রাখে। কথা বলার অধিকার কি আমাদের আছে প্রশ্ন রেখে তিনি বলেন, এখন পর্যন্ত আমি ৭৮টি মামলার আসামি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় শুনানি করতে তাকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে তোলার কথা রয়েছে।

গত ১২ ডিসেম্বর জুনায়য়েদ আহ্মেদ এবং তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলার তথ্য অনুযায়ী, জুনায়য়েদ আহমেদ পলকের ২৪টি ব্যাংক হিসাবে ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা হয়। এর মধ্যে ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা তুলে নেওয়া হয়।

গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন