জুলাই বিপ্লবের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
সোমবার দুপুরে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানি শেষে এদিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন গ্রেপ্তার আসামিদের আইনজীবী মাসুদ সালাউদ্দিন পরবর্তী শুনানিতে আসামিদের ভার্চুয়াল হাজির হওয়ার আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল কী গ্রাউন্ডে ভার্চুয়ালি হাজির হতে চায় এ বিষয় জানতে চান। আইনজীবী আগামি ধার্য দিনে এ বিষয়ে শুনানির আবেদন করলে তা মঞ্জুর করে আদালত।
গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। এছাড়া পরবর্তী শুনানির জন্য ৫ নভেম্বর দিন ঠিক করা হয়। এরপর গত ২৬ অক্টোবর প্রসিকিউশনের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
এ মামলায় পলাতক দুই আসামি হলেন— ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান। এদিন পলাতক আসামিদের পক্ষে মামলার বিচার কাজ পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগের সিদ্ধান্ত হয়।

