আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসিনা-কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি

আমার দেশ অনলাইন
হাসিনা-কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি

জুলাই-আগস্টের গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনাল জানিয়েছেন, শেখ হাসিনা-আসাদুজ্জামান খান কামাল ট্রাইব্যুনালে উপস্থিত না হলে, তাদের অনুপস্থিতিতে চলবে বিচারকাজ।

এর আগে শেখ হাসিনা-আসাদুজ্জামান খান কামালকে তাদের ঠিকানায় খুঁজে পায়নি আইনশৃংখলা বাহিনী। তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল এ নির্দেশ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন