দুদকের মামলায় ডা. জোবাইদা রহমানের আপিল শুনানি আজ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৫: ২৯
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছে হাইকোর্ট।

গতকাল বুধবার বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য এ দিন ঠিক করে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ মে এ বিষয়ে আপিল দায়েরের ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করে আপিলের অনুমতি দেয় হাইকোর্ট। এর পরদিন আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত। সেই সঙ্গে জামিন দেওয়া হয় জোবাইদাকে। যদিও নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত আছে।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত