তুহিন হত্যা মামলায় ডা. এনামকে গ্রেপ্তার দেখানো হয়েছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০৫
ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে সাভারে তুহিন আহমেদ হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীনের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১ ফেব্রুয়ারি তুহিন হত্যা মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার ইন্সপেক্টর মো. আশিক ইমাম। এ বিষয়ে আসামির উপস্থিতিতে রোববার শুনানির দিন ধার্য করেন আদালত।

আজ গ্রেপ্তার বিষয়ে শুনানি করতে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ডা. এনামকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আদালতের প্রশিকিউশন বিভাগ এতথ্য নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়, জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ২০ জুলাই সাভার বাসস্ট্যান্ডের আর.এস টাওয়ারের সামনে তুহিন আহমেদ আন্দোলনে অংশ নেন। এ সময় আসামিদের ছেড়া আগ্নেয়াস্ত্রের এলোপাতাড়ি গুলিতে তুহিন আহমেদ গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সপখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়। ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।

চলতি বছরের ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয় তাকে। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত