সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) তাকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বিকেলে আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
শওকত মাহমুদ জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা।
অবশ্য দলীয় স্বার্থবিরোধী কার্যকলাপের কারণে তাকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
ডিএমপি’র মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শওকত মাহমুদকে গ্রেপ্তার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
তবে তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

