আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৯: ৪১
আপডেট : ১৭ মে ২০২৫, ১৪: ২১
ছবি: আমার দেশ

বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডাদেশ এবং এক লাখ টাকা জরিমানা, বাকি তিনজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। শনিবার আদালতের ১২তম কার্যদিবসে এ রায় ঘোষণা করা হলো।

বিজ্ঞাপন

মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান সকাল সাড়ে নয়টার দিকে আদালতে মাত্র তিন মিনিটের মধ্যেই রায় পড়ে শোনান। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন অভিযুক্ত আসামি হিটু শেখ, তার স্ত্রী জায়েদা, দুই পুত্র সজিব ও রাতুল শেখ। আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।

অভিযুক্ত হিটু শেখ ইতোপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করলেও গত ২৩ এপ্রিল চার্জ গঠনের দিন আদালতে সব আসামি নিজেদের নির্দোষ দাবি করায় লিগ্যাল এইডের মাধ্যমে তাদের পক্ষে সোহেল আহমেদকে আইনজীবী নিয়োগ দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন পরামর্শক অ্যাডভোকেট এহসানুল হক সামাজী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মনিরুল ইসলাম মুকুল রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন । তবে রায়ের কপি হাতে পেলে বেকসুর খালাস পাওয়া তিন আসামির বিরুদ্ধে আপিল করা হবে।

মামলার বাদী আছিয়ার মা আয়েশা খাতুন এই রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

৮ বছরের শিশু আছিয়া গত ৬ মার্চ বোনের বাড়িতে মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে এসে বোনের শ্বশুর কর্তৃক ধর্ষিত হয়। গত ৮ মার্চ মাগুরা সদর থানায় আছিয়ার মা আয়েশা খাতুন বাদী হয়ে ধর্ষণ মামলা করলে পুলিশ চারজনকে আটক করে। মারাত্মক আহত অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল এবং সবশেষ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় আছিয়া। এ ঘটনায় মাগুরাসহ দেশব্যাপী ব্যাপক আন্দোলন কর্মসূচি পালিত হয়।

এমবি

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত