মেডিক্যাল সেন্টার আধুনিকায়নসহ যৌথ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর প্রতিনিধি দল তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা টীকা (Turkish Cooperation and Coordination Agency-TIKA)-এর বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানের সাথে এক সৌজন্য বৈঠক করেছে।
বুধবার বিকেলে রাজধানীর ঢাকায় বারিধারা এলাকায় টীকার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টীকা এবং ডাকসু পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল আধুনিকায়নসহ যৌথ উদ্যোগে নিয়মিত কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর অল’ (শিফা)-এর উদ্যোগে আয়োজিত মেডিক্যাল ক্যাম্প কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কার্যক্রম শুরু করে টীকা (TIKA)।
এরই ধারাবাহিকতায়, শহীদ বুদ্ধিজীবী ডা: মোহাম্মদ মোর্তজা মেডিক্যাল সেন্টারে টীকা ও ডাকসুর যৌথ উদ্যোগে প্রায় দু’ কোটি ৭৫ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
প্রকল্পের আওতায় একটি অ্যাম্বুলেন্স, ১০টি এয়ার কন্ডিশনার, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, এনালাইজার, মাইক্রোস্কোপ, হাসপাতাল বেড, আলমিরা, চেয়ার, ডেস্কসহ সম্পূর্ণ মেডিকেল সেন্টার সংস্কারের কাজ চলমান রয়েছে। পাশাপাশি একটি মডেল ফার্মেসি ও ইমার্জেন্সি ইউনিট নিচতলায় স্থাপনের কার্যক্রমও চলমান আছে। আগামী এক মাসের মধ্যেই প্রকল্পের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হবে।
টীকা ও ডাকসুর প্রতিনিধিদলের আজকের বৈঠকে ওয়েলনেস গার্ডেন, নয়েজ-ফ্রি জোন স্থাপন সহ প্রতিটি বিভাগ ও আবাসিক হলে ফার্স্ট এইড বক্স ও বিনামূল্যে ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তুর্কি-বাংলাদেশ কালচারাল ফেস্ট আয়োজন, স্কলারশিপ সুবিধা বৃদ্ধি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে।
বৈঠকে ডাকসু প্রতিনিধি দলে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ এবং কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া উপস্থিত ছিলেন।
বৈঠকের শেষে টীকার কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান ও ডাকসুর ভিপি সাদিক কায়েম পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং পারস্পরিক আমন্ত্রণের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর প্রতিনিধি দল তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা টীকা (Turkish Cooperation and Coordination Agency-TIKA)-এর বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানের সাথে এক সৌজন্য বৈঠক করেছে।
বুধবার বিকেলে রাজধানীর ঢাকায় বারিধারা এলাকায় টীকার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টীকা এবং ডাকসু পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল আধুনিকায়নসহ যৌথ উদ্যোগে নিয়মিত কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর অল’ (শিফা)-এর উদ্যোগে আয়োজিত মেডিক্যাল ক্যাম্প কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কার্যক্রম শুরু করে টীকা (TIKA)।
এরই ধারাবাহিকতায়, শহীদ বুদ্ধিজীবী ডা: মোহাম্মদ মোর্তজা মেডিক্যাল সেন্টারে টীকা ও ডাকসুর যৌথ উদ্যোগে প্রায় দু’ কোটি ৭৫ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
প্রকল্পের আওতায় একটি অ্যাম্বুলেন্স, ১০টি এয়ার কন্ডিশনার, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, এনালাইজার, মাইক্রোস্কোপ, হাসপাতাল বেড, আলমিরা, চেয়ার, ডেস্কসহ সম্পূর্ণ মেডিকেল সেন্টার সংস্কারের কাজ চলমান রয়েছে। পাশাপাশি একটি মডেল ফার্মেসি ও ইমার্জেন্সি ইউনিট নিচতলায় স্থাপনের কার্যক্রমও চলমান আছে। আগামী এক মাসের মধ্যেই প্রকল্পের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হবে।
টীকা ও ডাকসুর প্রতিনিধিদলের আজকের বৈঠকে ওয়েলনেস গার্ডেন, নয়েজ-ফ্রি জোন স্থাপন সহ প্রতিটি বিভাগ ও আবাসিক হলে ফার্স্ট এইড বক্স ও বিনামূল্যে ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তুর্কি-বাংলাদেশ কালচারাল ফেস্ট আয়োজন, স্কলারশিপ সুবিধা বৃদ্ধি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে।
বৈঠকে ডাকসু প্রতিনিধি দলে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ এবং কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া উপস্থিত ছিলেন।
বৈঠকের শেষে টীকার কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান ও ডাকসুর ভিপি সাদিক কায়েম পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং পারস্পরিক আমন্ত্রণের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।

দেশের বেসরকারি-স্কুল কলেজে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে বেশ অস্থিরতা বিরাজ করছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়। এর মেয়াদ শেষে নিয়মিত বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন মহল।
১ ঘণ্টা আগে
প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)।
৮ ঘণ্টা আগে
শিক্ষার্থীকে হেনস্তাকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫তম আবর্তনের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা ইমু ছাত্রী সংস্থার সমর্থক হলেও জনশক্তি নয় বলে মন্তব্য করে একটি বার্তা প্রদান করেন জবি ছাত্রী সংস্থা।
৯ ঘণ্টা আগে
কবি কাজী নজরুল ইসলাম ও আল্লামা ইকবালকে নিয়ে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিশ্বের ২২টি দেশের অধ্যাপক, কবি ও গবেষকদের অংশগ্রহণে আগামী রোববার (৯ নভেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও মুশায়েরা।
২ দিন আগে