পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এ উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এর উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিজয় র্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে প্রশাসনের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।শ্রদ্ধাঞ্জলি শেষে মহান শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
নিরবতা পালন শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবস শুধু আমাদের আনন্দের বিষয় না, আমাদের শপথ নেওয়ার দিন। আমরা সবাই সবার জায়গা থেকে যেন দায়িত্ব পালন করি এই শপথ নিই। এরপর থেকে কোন দিনও যেন আমরা আমাদের শপথ না ভঙ্গ করি। আমরা যেন আমাদের দায়িত্ব থেকে সরে না যাই। আমরা যেন এই শপথ নিয়ে পাবিপ্রবিকে উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে নিতে পারি।
এরপর দ্বিতীয় পর্বে সকাল ১১ টায় ছাত্রদের মোরগ লড়াই, ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা,পুরুষ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হাড়ি ভাঙ্গা খেলা এবং নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পিলো পাসিং খেলার আয়োজন করা হয়। দুপুর ১২ টার সময় পুরস্কার বিতরণীর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। আরও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

