আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘জীবনে কখনো ভোট দিতে পারিনি, এবারই প্রথম দেব’

স্টাফ রিপোর্টার

‘জীবনে কখনো ভোট দিতে পারিনি, এবারই প্রথম দেব’
‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাজ্জাদ হোসাইন। ছবি: আমার দেশ

‘জীবনে কখনো ভোট দিতে পারিনি। এবার প্রথম ভোট দেব। প্রথমবারের মতো নিজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করি শিক্ষার্থী ভাই-বোনেরা আমাকে ভোট দিয়ে তাদের উন্নয়নে কাজ করার সুযোগ তৈরি করে দেবেন।'

মঙ্গলবার নির্বাচন কেন্দ্র পরিদর্শন শেষে আমার দেশকে এসব কথা বলছিলেন কার্যনির্বাহী সদস্য পদে ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল থেকে অংশ নেওয়া সাজ্জাদ হোসাইন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ার পরও আমাকে সুযোগ দিয়েছে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল। এটা আমার খুবই ভালো লাগছে। আমি ক্যাম্পেইন করে বেশ ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। এটি এক নতুন অভিজ্ঞতা। আমাকে প্রত্যেকেই সাড়া দিয়েছে। ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয় অর্জন করব।

সাজ্জাদের বন্ধু ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাহিদ হোসেন আমার দেশকে বলেন, প্রথম বর্ষ থেকেই সাজ্জাদকে দেখে আসছি। তার যে সাহস, সেটা পরিপূর্ণ সুস্থ মানুষেরও নেই। সাজ্জাদকে না দেখলে কেউ বুঝবে না; আসলে ওর সাহসের পরিমাণটা কত। গ্রামের মাদ্রাসাশিক্ষকের বিশেষ চাহিদসম্পন্ন এক ছেলে সে এই চ্যালেঞ্জ নিয়েছে। তার এই সাহস আমাদের অনুপ্রেরণা দেয়।’

জাহিদ আরো বলেন, ‘আমরা সাজ্জাদের অবস্থান ভালোই দেখছি। আমার অন্য বন্ধুরা আমাকে কল করে জানতে চায় সাজ্জাদ ভাই সম্পর্কে। আশাবাদী, সাজ্জাদ বিজয়ী হবে।’

গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন জুমারবাড়ী গ্রামের মোংলার পাড়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন তিনি। তার বাবা প্রতিষ্ঠানটির শিক্ষক আজিজুল হক। এরপর বগুড়ার সোনাতলার জালালুদ্দিন বিএম টেকনিক্যাল কলেজ থেকে ইন্টার পাশ করেন সাজ্জাদ। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।

সাজ্জাদের রয়েছে নেতৃত্বের অভিজ্ঞতাও। তিনি ফিজিক্যাল চ্যালেঞ্জ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...