ইসরাইল সব সীমা অতিক্রম করে ফেলেছে: বিপ্লবী ছাত্র পরিষদ

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ২০: ৪৯

গাজায় ফিলিস্তিনিদের উপর পরিচালিত জাতিগত নিধন অভিযান সব সব সীমা অতিক্রম করে ফেলেছে বলে সতর্ক করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব কথা বলা হয়।

বিজ্ঞাপন

সংগঠনটি বলছে, গাজাকে পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। ঘরবাড়ি রাস্তাঘাট সব কিছু মুছে ফেলা হয়েছে। এখন বোমার আঘাতে শূন্যে ফিলিস্তিনি শিশুদের লাশ উড়ছে। তার পরেও ইসরাইলের আগ্রাসন বন্ধ হচ্ছে না। বরং আমেরিকার প্রকাশ্য মদদে তারা ক্রমাগত ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে।

গাজায় আমেরিকার প্রকাশ্য মদদে ইসরাইলির পরিচালিত গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট পালনের অংশ হিসেবে আজ সারাদেশে ডাকা ধর্মঘট পালন উপলক্ষ্যে এ বিক্ষোভ আয়োজন করে বিপ্লবী ছাত্র পরিষদ।

দুপুরে মধুর ক্যান্টিন থেকে সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে কঠোর অবস্থান গ্রহণ করতে বলেন। এর অংশ হিসেবে অবিলম্বে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ শব্দ দুটি ফের মুদ্রিত করতে সরকারের কাছে দাবি জানান।

তারা বলেন, গাজাকে ধংসস্তূপে পরিণত করে আমেরিকা ও ইসরাইল সাময়িক উল্লাস করছে। কিন্তু মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী ফিলিস্তিনিরাই বিজয়ী হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শামসুদ্দিন, যুগ্ম-আহবায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব ডা. মাসুম বিল্লাহ, সৌরভ শাকিল, মো: অলিদ তালুকদার, বিপ্লবী ছাত্র পরিষদের আহবায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম-আহবায়ক ইয়ামিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহবায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও নিয়াজ আহমদ, সদস্য সচিব মুহিব মুশফিক খান, সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত