৪ দফা দাবিতে ইডেন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০: ০২
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০: ০২

ইডেন মহিলা কলেজের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষায় চার দফা দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ইডেন কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘‘University মানেই Combined নয়, আছে বিকল্প পদ্ধতি" "সহশিক্ষা নারী নিরাপত্তার অন্তরায়" হাতে লেখা প্লেকার্ড তুলে ধরে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, পৃথিবীর অনেক দেশেই নারীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশের সাড়ে আট কোটি নারীর জন্য একটিও নেই। ফলে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ইডেন মহিলা কলেজ শিক্ষাক্ষেত্রে নারীদের জন্য সবচেয়ে বড় সরকারি ফ্যাসিলিটি। তাই ইডেন কলেজকে নারীবান্ধব রাখাই শ্রেয়, এখানে সহশিক্ষা চালু করা যাবে না।

তাদের দাবিগুলো হচ্ছে-

১. যতদিন পর্যন্ত বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার জন্য ইডেন মহিলা কলেজের অনুরূপ শিক্ষার্থী ধারণ ক্ষমতা ও সুযোগ সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হচ্ছে, ততদিন পর্যন্ত ইডেন কলেজে কোনো অবস্থাতেই সহশিক্ষা চালু না করা।

২. অনার্সের সিট সংখ্যা অতিরিক্ত হারে না কমানো। তবে এতে যদি শিক্ষার গুণগত মান রক্ষা করা সম্ভব না হয় তবে আনুপাতিক কিছু সিট সংখ্যা কমানো যেতে পারে। তবে উদ্দেশ্য এটাই থাকতে হবে সকল সুযোগ সুবিধা নিশ্চিত যত বেশিসংখ্যক নারীকে উচ্চশিক্ষার আওতায় আনা যায়।

৩. ইডেন মহিলা কলেজে ইন্টারমিডিয়েট চালু না করা।

৪. সর্বোপরি ইডেন মহিলা কলেজকে নিয়ে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না যাতে করে বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার পথ সংকুচিত হয় এবং সর্বোপরি নারী উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত