জবিতে স্বাস্থ্য উদ্ভাবন ও জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

প্রতিনিধি, জবি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৭: ১৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবনী প্রযুক্তি ও জাপানে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে একটি গবেষণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শ্রেণিকক্ষে এ আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক।

বিজ্ঞাপন

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারুফ, টোকিও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আকিরা সিবানুমা এবং ড. কেইকো নানিশি।

প্রথম পর্বে বক্তারা স্বাস্থ্যসেবায় উদ্ভাবনী প্রযুক্তির ভূমিকা তুলে ধরেন। বিশেষভাবে তারা পোর্টেবল হেলথ ক্লিনিক (পিএইচসি) সিস্টেম–এর কার্যকারিতা ব্যাখ্যা করেন। এ পদ্ধতিতে রোগীর স্বাস্থ্যঝুঁকি গ্রিন, ইয়েলো, অরেঞ্জ ও রেড—এই চার ভাগে শ্রেণিবদ্ধ করে পর্যবেক্ষণ করা হয়।

সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর ৬১ শতাংশ ‘হেলথি’ এবং ৩৯ শতাংশ ‘আনহেলথি’। বক্তাদের মতে, পিএইচসি সার্ভিস মডেল গ্রামীণ পর্যায়ে সাশ্রয়ী ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি কর্পোরেট পর্যায়ে হেলথ ক্যাম্প আয়োজন এবং মাইক্রো হেলথ এন্টারপ্রেনারশিপের সম্ভাবনা সম্পর্কেও আলোচনা হয়।

শেষ পর্বে বক্তারা জাপানে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ নিয়ে শিক্ষার্থীদের অবহিত করেন। তারা জাপান স্টুডেন্টস অর্গানাইজেশন, এডিবি–জেএসপি (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক–জাপান স্কলারশিপ প্রোগ্রাম) এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্কলারশিপের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা জাপানে পড়াশোনা, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি ও ভবিষ্যৎ কর্মসংস্থান বিষয়ে প্রশ্ন করেন এবং সুনির্দিষ্ট দিকনির্দেশনা পান। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত