শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দুই সভা রোববার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩৪

শিক্ষা মন্ত্রণালয় রোববার গুরুত্বপূর্ণ বিষয়ে পৃথক দুই সভা আহ্বান করেছে। সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র জানায়, রোববার সকাল ১০টায় সচিবালয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা, ২০২৫ প্রস্তাবিত সংশোধনী নিয়ে আলোচনা হবে। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

বিজ্ঞাপন

এ দিন সকাল ১১টায় আরেকটি সভায় শিক্ষা মন্ত্রণালয়ের তিন অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগের জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ৪০টি পদে ন্যূনতম কাম্য শিক্ষাগত যোগ্যতার সমতা বিধান নিয়ে আলোচনা হবে। এ সভায় প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার।

সভাসমূহে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা পদ্ধতি, বিধিমালা সংশোধন কার্যক্রম বেশ কয়েকমাস ধরেই চলছে। ইতোমধ্যে সংস্থাটি এই পরীক্ষা পদ্ধতি ও বিধিমালা সংশোধনের খসড়া প্রস্তুত করেছে।

অন্যদিকে তিনটি অধিদপ্তরের শিক্ষক নিয়োগের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার সমতা বিধান নিয়ে সুপারিশ কার্যক্রমে দেখা দিয়েছে জটিলতা। তাই এসব বিষয় নিয়ে রোববার পৃথক দুইটি দুটি গুরুত্বপূর্ণ সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত