আমার দেশ অনলাইন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে নয়টার দিকে। প্রায় ৩৫ বছর পর হওয়া নির্বাচনে মোট ভোটার সাড়ে ২৭ হাজার, প্রার্থী ৯০৭ জন।
চাকসুর ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল চারটায়। এরপর দুই ধাপে হবে গণনা। একটি ধাপ পরিচালনা করবে ভেন্ডর প্রতিষ্ঠান এবং অন্যটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। ভোট শেষে প্রতিটি কেন্দ্রে তাৎক্ষণিকভাবে গণনা করা হবে।
ক্যাম্পাসে ভোটগ্রহণ হচ্ছে মোট ছয়টি কেন্দ্রে। একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধীরা। প্রতিটি ভোটার চারটি ব্যালট পেপারে মোট ৪০টি ভোট দিচ্ছেন। এর মধ্যে ২৬টি কেন্দ্রীয় ও ১৪টি হল সংসদের। ব্যালট পেপারে ভোটারকে প্রার্থীর নামের বিপরীতে বৃত্ত ভরাট করতে হচ্ছে। অনেকটা বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ -এর মতো।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সঙ্গে ভোটকেন্দ্র পরিদর্শন করেন সহউপাচার্য কামাল উদ্দিন (প্রশাসন)। বিজ্ঞান অনুষদের সামনে তিনি সাংবাদিকদের বলেন, অযথা সময় নষ্ট হবে না। ভোটগণনা হবে ওএমআরে।
ভোট গণনার জন্য প্রতিটি কেন্দ্রে একটি করে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) যন্ত্র আছে। এটি এমন একটি প্রযুক্তি যা পরীক্ষার উত্তরপত্র বা জরিপের ফরমের মতো নথি থেকে মানুষের হাতে পূরণ করা তথ্য শনাক্ত ও সংগ্রহ করে। এই প্রক্রিয়ায় কাগজের ফরম স্ক্যান করা হয়, আলো ফেলা হয় এবং প্রতিটি স্থানের প্রতিফলিত আলোর পরিমাণ পরিমাপ করে নির্ধারণ করা হয় কোন বৃত্ত বা ঘর পূরণ করা হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ তথ্য দ্রুত প্রক্রিয়াকরণ করা সম্ভব হয়।
কেন্দ্র ও হলের ব্যালট পেপার ওএমআর-এ পৃথকভাবে দেওয়া হবে। প্রতিটি কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করা হবে। সব কেন্দ্রের ফল পাওয়ার পর ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে নয়টার দিকে। প্রায় ৩৫ বছর পর হওয়া নির্বাচনে মোট ভোটার সাড়ে ২৭ হাজার, প্রার্থী ৯০৭ জন।
চাকসুর ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল চারটায়। এরপর দুই ধাপে হবে গণনা। একটি ধাপ পরিচালনা করবে ভেন্ডর প্রতিষ্ঠান এবং অন্যটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। ভোট শেষে প্রতিটি কেন্দ্রে তাৎক্ষণিকভাবে গণনা করা হবে।
ক্যাম্পাসে ভোটগ্রহণ হচ্ছে মোট ছয়টি কেন্দ্রে। একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধীরা। প্রতিটি ভোটার চারটি ব্যালট পেপারে মোট ৪০টি ভোট দিচ্ছেন। এর মধ্যে ২৬টি কেন্দ্রীয় ও ১৪টি হল সংসদের। ব্যালট পেপারে ভোটারকে প্রার্থীর নামের বিপরীতে বৃত্ত ভরাট করতে হচ্ছে। অনেকটা বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ -এর মতো।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সঙ্গে ভোটকেন্দ্র পরিদর্শন করেন সহউপাচার্য কামাল উদ্দিন (প্রশাসন)। বিজ্ঞান অনুষদের সামনে তিনি সাংবাদিকদের বলেন, অযথা সময় নষ্ট হবে না। ভোটগণনা হবে ওএমআরে।
ভোট গণনার জন্য প্রতিটি কেন্দ্রে একটি করে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) যন্ত্র আছে। এটি এমন একটি প্রযুক্তি যা পরীক্ষার উত্তরপত্র বা জরিপের ফরমের মতো নথি থেকে মানুষের হাতে পূরণ করা তথ্য শনাক্ত ও সংগ্রহ করে। এই প্রক্রিয়ায় কাগজের ফরম স্ক্যান করা হয়, আলো ফেলা হয় এবং প্রতিটি স্থানের প্রতিফলিত আলোর পরিমাণ পরিমাপ করে নির্ধারণ করা হয় কোন বৃত্ত বা ঘর পূরণ করা হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ তথ্য দ্রুত প্রক্রিয়াকরণ করা সম্ভব হয়।
কেন্দ্র ও হলের ব্যালট পেপার ওএমআর-এ পৃথকভাবে দেওয়া হবে। প্রতিটি কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করা হবে। সব কেন্দ্রের ফল পাওয়ার পর ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
ধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে।
১০ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগুতে পারছে না।
১ দিন আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মীর মুগ্ধের নামে দুটি সুপেয় পানির ফিল্টারের স্থাপন করেছে ছাত্রশিবির। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে একটির উদ্বোধন করেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী।
১ দিন আগে