কীভাবে হবে চাকসুর ভোট গণনা, জানালো প্রশাসন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৬: ০৯
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৭: ১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে নয়টার দিকে। প্রায় ৩৫ বছর পর হওয়া নির্বাচনে মোট ভোটার সাড়ে ২৭ হাজার, প্রার্থী ৯০৭ জন।

চাকসুর ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল চারটায়। এরপর দুই ধাপে হবে গণনা। একটি ধাপ পরিচালনা করবে ভেন্ডর প্রতিষ্ঠান এবং অন্যটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। ভোট শেষে প্রতিটি কেন্দ্রে তাৎক্ষণিকভাবে গণনা করা হবে।

বিজ্ঞাপন

ক্যাম্পাসে ভোটগ্রহণ হচ্ছে মোট ছয়টি কেন্দ্রে। একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধীরা। প্রতিটি ভোটার চারটি ব্যালট পেপারে মোট ৪০টি ভোট দিচ্ছেন। এর মধ্যে ২৬টি কেন্দ্রীয় ও ১৪টি হল সংসদের। ব্যালট পেপারে ভোটারকে প্রার্থীর নামের বিপরীতে বৃত্ত ভরাট করতে হচ্ছে। অনেকটা বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ -এর মতো।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সঙ্গে ভোটকেন্দ্র পরিদর্শন করেন সহউপাচার্য কামাল উদ্দিন (প্রশাসন)। বিজ্ঞান অনুষদের সামনে তিনি সাংবাদিকদের বলেন, অযথা সময় নষ্ট হবে না। ভোটগণনা হবে ওএমআরে।

ভোট গণনার জন্য প্রতিটি কেন্দ্রে একটি করে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) যন্ত্র আছে। এটি এমন একটি প্রযুক্তি যা পরীক্ষার উত্তরপত্র বা জরিপের ফরমের মতো নথি থেকে মানুষের হাতে পূরণ করা তথ্য শনাক্ত ও সংগ্রহ করে। এই প্রক্রিয়ায় কাগজের ফরম স্ক্যান করা হয়, আলো ফেলা হয় এবং প্রতিটি স্থানের প্রতিফলিত আলোর পরিমাণ পরিমাপ করে নির্ধারণ করা হয় কোন বৃত্ত বা ঘর পূরণ করা হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ তথ্য দ্রুত প্রক্রিয়াকরণ করা সম্ভব হয়।

কেন্দ্র ও হলের ব্যালট পেপার ওএমআর-এ পৃথকভাবে দেওয়া হবে। প্রতিটি কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করা হবে। সব কেন্দ্রের ফল পাওয়ার পর ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত