আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

প্রতিনিধি, ঢাবি

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায় রাখা এবং শিক্ষার সার্বিক পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (৫ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন উপাচার্য।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জাতীয় নির্বাচনপূর্ব সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, ডাকসু নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জামায়াত আমিরকে অবহিত করেন।

এ সময় উপাচার্য বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা রক্ষা, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতির ক্ষেত্রে তিনি জামায়াতে ইসলামীর সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন।

জবাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বলে জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন