আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিনবার স্থগিতের পর শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত জকসু নির্বাচন আজ

লিমন ইসলাম, জবি

তিনবার স্থগিতের পর শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত জকসু নির্বাচন আজ

দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক আন্দোলনের পর আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। জাতীয় নির্বাচনের প্রাক্কালে এ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ ও উত্তেজনা লক্ষ করা যাচ্ছে। তিন দফা স্থগিতের পর আজ সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এর আগে গত ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়। এর আগে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় আরো দুই দফা নির্বাচন পিছিয়ে যায়। ডাকসু, রাকসু, জাকসু ও চাকসু নির্বাচন সম্পন্ন হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে সংশয় থাকলেও শিক্ষার্থীদের টানা আন্দোলন ও চাপের মুখে জকসু নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে প্রশাসন।

বিজ্ঞাপন

জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর এই প্রথম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জকসু নির্বাচন কমিশন শেষ মুহূর্তের সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্টদের জন্য একাধিক জরুরি নির্দেশনা জারি করেছে।

বিশ্ববিদ্যালয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্স, ব্যালট পেপার, গোপন ভোটকক্ষ, ভোটারতালিকাসহ প্রয়োজনীয় সব উপকরণ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সারা দিন কেন্দ্রগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা তদারকিতে বিশেষ নজরদারি চালানো হয়।

নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসজুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রক্টরিয়াল বডির পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ভোট দিতে আসা প্রত্যেক শিক্ষার্থীকে বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন, স্মার্ট ডিভাইস বা ক্যামেরা বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ভোটের দিন কেন্দ্রের ২০০ গজের মধ্যে মিছিল, স্লোগান, পোস্টার প্রদর্শন বা যেকোনো ধরনের প্রচার নিষিদ্ধ থাকবে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।

বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, শিক্ষার্থীরা ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ভোট শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হবেন। কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ের আগে ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ত্যাগ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয় ব্যাংক ও পোগোজ স্কুলসংলগ্ন গেট বন্ধ থাকবে।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে। সামগ্রিকভাবে শিক্ষার্থীদের কাছ থেকে খুবই ইতিবাচক সাড়া পেয়েছি। এখন আমাদের একমাত্র প্রত্যাশা একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন।

ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, শুরু থেকেই আমাদের প্রচার জোরদার ছিল। নিয়মিত ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদের সমস্যা শুনেছি। নির্বাচন নিয়ে তাদের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ করেছি। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের এজিএস পদপ্রার্থী শামসুল আলম মারুফ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জানান।

নির্বাচন বিষয়ে সিন্ডিকেট সভা শেষে মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, জকসু নির্বাচন আয়োজনের বিষয়ে সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ও সরকারের প্রতিনিধিসহ সব সদস্য নির্বাচন আয়োজনে ইতিবাচক মতামত দিয়েছেন। তিনি আরো জানান, নির্বাচনকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক বিবৃতিতে বলেন, জকসু নির্বাচন জবি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারচর্চার একটি ঐতিহাসিক সুযোগ। প্রশাসনের পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। তিনি সব শিক্ষার্থীকে দায়িত্বশীল আচরণ এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন