ডাকসুর উদ্যোগে স্থাপন হচ্ছে সব আবাসিক হলে কম্পিউটার ল্যাব

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ২৭
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ২৮
সব আবাসিক হলে কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য আবেদন করেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো.মাজহারুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের জন্য আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।

শনিবার দুপুরে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামে এ ল্যাবগুলো শিক্ষার্থীদের গবেষণা, থিসিস প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও অ্যাকাডেমিক কাজের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির কেন্দ্র হিসেবে কাজ করবে।

ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক বলেন, ঢাবির প্রতিটি আবাসিক হলকে স্কিল ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের সেন্টার হিসেবে গড়ে তুলতে চাই। আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে এক অপরিহার্য অনুষঙ্গ হলো-কম্পিউটার। ঢাবির বর্তমান সামগ্রিক বাস্তবতায় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, জ্ঞান চর্চা, কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে কম্পিউটার ল্যাব অতীব জরুরি।

তার ভাষ্য, ল্যাব যদি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে স্থাপিত হয়, তাহলে শিক্ষার্থীদের জন্য ক্লাসরুমের বাইরেও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি গবেষণা, অ্যাকাডেমিক কাজসমূহের প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও থিসিস প্রস্তুতিকরণসহ অনলাইনের সব সুবিধা খুবই সহজলভ্য ও দ্রুততর সময়ে পাবে। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে প্রস্তুত করতে আরো বেশি সক্ষম হবে।

মাজহারুল বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের ব্যাসিক ডিমান্ড হিসেবে প্রতিটি আবাসিক হলে ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামক আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করতে যাচ্ছি। যা শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের একটি হাব হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সামগ্রিক পরিকল্পনার কথা অবহিত করলে তারা এতে সাধুবাদ জানিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত