শিক্ষক লাঞ্চিতের ঘটনায় রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিন্দা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১: ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপ-উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধস্তাধস্তির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

রোববার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি অধ্যাপক ড. নিজাম উদ্দিন যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। একই সঙ্গে এ ঘটনায় দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে কিছু শিক্ষার্থীরা উপ-উপাচার্যের বাসভবন ও জুবেরী ভবন ঘেরাও করে উপ-উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রক্টর, রেজিস্ট্রার সহ শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানাচ্ছি।

তারা বলেন, এ ধরনের ঘটনা দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নিকৃষ্ট দৃষ্টান্ত হয়ে থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণ কখনোই কাম্য নয়। যেকোনো সভ্য সমাজে শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ স্থানে থাকা উচিত। আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, শিক্ষার্থীরা যখন দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়ে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক হেনস্তার এই ঘটনা রাকসু নির্বাচন বানচালের নামান্তর। বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার পরিবেশ তৈরি ও সুষ্ঠু ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করতে ঘোষিত তারিখে রাকসু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত