ইবি শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ছাত্রদলের স্মারকলিপি

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১৪: ৪৬

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বেহাল অবস্থা ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এ স্মারকলিপি দেওয়া হয়।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) বেলা ১টায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে ছাত্রদল নেতৃবৃন্দ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশরাফী এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান পিকুল উপস্থিত ছিলেন।

ইবি শাখা ছাত্রদলের দাবিগুলোর মধ্যে রয়েছে: প্রথমত অতিদ্রুত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার করার জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যোগাযোগ করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ব্যবহৃত ফিটনেসবিহীন গাড়ি বাতিল করতে হবে।

দ্বিতীয়ত, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সনদপত্র, নম্বরপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলনে শিক্ষার্থীরা বারবার হেনস্থার শিকার হচ্ছে বিধা দ্রুত সময়ের মধ্যে একাডেমিক শাখায় শিক্ষার্থীদের ভোগান্তিহীন সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও একাডেমিক শাখায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভর্তি জটিলতা বা ভোগান্তি দূরীকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে। চলমান সমস্যা নিরসনে আজকের স্মারকলিপিতে আমরা শিক্ষার্থীদের প্রকৃত চিত্র উপস্থাপন করেছি। উপাচার্য আমাদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেছেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্রদলের পক্ষ থেকে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে, তা যুক্তিসঙ্গত এবং দাবিগুলোর ব্যাপারে আমরা একমত। ইতোমধ্যে কয়েকটি বিষয়ে আমরা কাজ শুরু করেছি। বাকি দাবিগুলোর ক্ষেত্রেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত