শিক্ষার্থীদের ওপর হামলায় ৯৮ জনের নামে চবি প্রশাসনের মামলা

প্রতিনিধি, চবি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১৩
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংঘর্ষের ঘটনায় মামলা ও জিডি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ৯৮ জনের নামে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে ১ হাজার। আর চবির নিরাপত্তা দপ্তরের দেশীয় অস্ত্র লুটের ঘটনায় একটি জিডি করা হয়েছে।

মামলার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় একটি মামলা আর একটি জিডি করা হয়েছে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে যা করার সব করছি। শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন দ্রুত ক্লাস-পরীক্ষায় ফেরে। শিক্ষার্থীদের পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের এগিয়ে আসার আহ্বান।

মামলার বিষয়ে জানতে চেয়ে হাটহাজারী থানার ওসি কাউসারকে ফোন দিলে ফোন কেটে দেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত