আবারো আন্দোলনে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৩: ২০

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ই-সনদ প্রদান এবং ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দাবিতে আবারো আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা।

রোববার বেলা ১১টার দিকে রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

এর আগেও দাবি আদায়ে বহুদিন নানা কর্মসূচি পালন করেন নিবন্ধন বঞ্চিতরা। এ বিষয়ে আদালতেও রিট করেছেন তারা।

সংশ্লিষ্টদের অভিযোগ, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২০ হাজারের বেশি শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় অন্যায়ভাবে ফেল করানো হয়েছে। তারা ফলাফল পুনর্মূল্যায়ন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে ই-সনদ দেয়ার দাবি জানান। শিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব এবং এনটিআরসিএতে নতুন চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তারা নতুন প্রত্যাশা নিয়ে আন্দোলন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে নিলুফা ইয়াসমিন নামের একজন আন্দোলনকারী জানিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত