স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা বরাবরের মতোই এবারও তার সফলতার ধারাবাহিকা অব্যাহত রেখেছে। ৪৮তম বেফাক কেন্দ্রীয় পরীক্ষায় মাদ্রাসাটি থেকে অংশগ্রহণকারী প্রায় শতভাগ ছাত্র মুমতাজ (GPA-5) মানে উত্তীর্ণ হয়েছেন।
সানাবিয়া উলইয়া (শরহে বেকায়া) থেকে নেয়ামাতুল্লাহ রিদওয়ান সারা দেশে প্রথম স্থান এবং সানাবিয়া আম্মাহ (কাফিয়া) থেকে লাবিব মাসরুর সারাদেশে প্রথম স্থান ও ওমর ফারুক সারাদেশে তৃতীয় স্থান অধিকার করেছে। এছাড়াও মেশকাত, শরহে বেকায়া, কাফিয়া, নাহবেমির, ইবতিদায়ি ও হিফজে মেধাতালিকায় ৯৬জন ছাত্র স্থান লাভ করার গৌরব অর্জন করেছে।
ফয়জুল কুরআনের এ গৌরবময় অর্জন বিগত বছরগুলোরই ধারাবাহিকতা। ফয়জুল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম ফয়জুল কুরআনের এই ধারাবাহিক সফলতা সম্পর্কে বলেন, রাব্বে কারিমের অপার অনুগ্রহ ব্যতীত এমন সফলতা ও সফলতার এমন ধারাবাহিকতা সম্ভব নয়। আমরা সকল শিক্ষার্থীকে মাদরাসায় আবাসিক রাখার চেষ্টা করি। প্রতিজন ছাত্রকে নিয়ে আমরা আলাদা আলাদা চিন্তা করি। প্রত্যেকের সবলতা ও দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করি। উস্তাদরা তাদের আরাম-বিশ্রাম বিসর্জন দিয়ে পরিশ্রম করেন। ছাত্রদের পরিশ্রম ও প্রস্তুতি নিশ্চিত করেন। ছাত্ররাও আনুগত্যের সাথে উস্তাদদের নির্দেশনা মেনে হাড়ভাঙা পরিশ্রম করে। তবে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর মেহেরবানি।
তিনি আরো বলেন, আমি আমার প্রতিষ্ঠান ও ছাত্র-শিক্ষকদের জন্য সকলের কাছে দুআ চাই। ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আশা করি, ওরা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলিম উম্মাহর সেবায় দক্ষতার সাথে আত্মনিয়োগ করতে পারবে। আমরা সেভাবেই ওদের গড়ে তোলার চেষ্টা করছি। সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের পরিশ্রম ও সাধনাও অব্যাহত থাকবে। আমি আশা করি, আল্লাহর দয়া ও আপনাদের দুআর বদৌলতে আমরা আরো এগিয়ে যেতে পারব, ইনশাআল্লাহ।
ঢাকায় শীর্ষে দিলু রোড মাদরাসা: বেফাকের ফলাফলে সম্মিলিত মেধাতালিকায় ১৫৯ ছাত্র স্থান পেয়ে সারা বাংলাদেশে চতুর্থ ও ঢাকা সিটিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে রাজধানী ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদরাসা।
প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের সভাপতি শাইখুল হাদিস মুফতি সালাউদ্দীন। এই ঈর্ষণীয় ফলাফলের জন্য দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা বরাবরের মতোই এবারও তার সফলতার ধারাবাহিকা অব্যাহত রেখেছে। ৪৮তম বেফাক কেন্দ্রীয় পরীক্ষায় মাদ্রাসাটি থেকে অংশগ্রহণকারী প্রায় শতভাগ ছাত্র মুমতাজ (GPA-5) মানে উত্তীর্ণ হয়েছেন।
সানাবিয়া উলইয়া (শরহে বেকায়া) থেকে নেয়ামাতুল্লাহ রিদওয়ান সারা দেশে প্রথম স্থান এবং সানাবিয়া আম্মাহ (কাফিয়া) থেকে লাবিব মাসরুর সারাদেশে প্রথম স্থান ও ওমর ফারুক সারাদেশে তৃতীয় স্থান অধিকার করেছে। এছাড়াও মেশকাত, শরহে বেকায়া, কাফিয়া, নাহবেমির, ইবতিদায়ি ও হিফজে মেধাতালিকায় ৯৬জন ছাত্র স্থান লাভ করার গৌরব অর্জন করেছে।
ফয়জুল কুরআনের এ গৌরবময় অর্জন বিগত বছরগুলোরই ধারাবাহিকতা। ফয়জুল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম ফয়জুল কুরআনের এই ধারাবাহিক সফলতা সম্পর্কে বলেন, রাব্বে কারিমের অপার অনুগ্রহ ব্যতীত এমন সফলতা ও সফলতার এমন ধারাবাহিকতা সম্ভব নয়। আমরা সকল শিক্ষার্থীকে মাদরাসায় আবাসিক রাখার চেষ্টা করি। প্রতিজন ছাত্রকে নিয়ে আমরা আলাদা আলাদা চিন্তা করি। প্রত্যেকের সবলতা ও দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করি। উস্তাদরা তাদের আরাম-বিশ্রাম বিসর্জন দিয়ে পরিশ্রম করেন। ছাত্রদের পরিশ্রম ও প্রস্তুতি নিশ্চিত করেন। ছাত্ররাও আনুগত্যের সাথে উস্তাদদের নির্দেশনা মেনে হাড়ভাঙা পরিশ্রম করে। তবে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর মেহেরবানি।
তিনি আরো বলেন, আমি আমার প্রতিষ্ঠান ও ছাত্র-শিক্ষকদের জন্য সকলের কাছে দুআ চাই। ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আশা করি, ওরা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলিম উম্মাহর সেবায় দক্ষতার সাথে আত্মনিয়োগ করতে পারবে। আমরা সেভাবেই ওদের গড়ে তোলার চেষ্টা করছি। সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের পরিশ্রম ও সাধনাও অব্যাহত থাকবে। আমি আশা করি, আল্লাহর দয়া ও আপনাদের দুআর বদৌলতে আমরা আরো এগিয়ে যেতে পারব, ইনশাআল্লাহ।
ঢাকায় শীর্ষে দিলু রোড মাদরাসা: বেফাকের ফলাফলে সম্মিলিত মেধাতালিকায় ১৫৯ ছাত্র স্থান পেয়ে সারা বাংলাদেশে চতুর্থ ও ঢাকা সিটিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে রাজধানী ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদরাসা।
প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের সভাপতি শাইখুল হাদিস মুফতি সালাউদ্দীন। এই ঈর্ষণীয় ফলাফলের জন্য দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
আগামী বার্ষিক পরীক্ষার আগেই (৩০ নভেম্বরের মধ্যেই) ছুটির দিনে দেশের সব বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন দেয়ার জোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
২ ঘণ্টা আগেরাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর ফলাফল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।
৪ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
৬ ঘণ্টা আগেধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
১৩ ঘণ্টা আগে