আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শাকসুর দাবিতে শাবিপ্রবিতে ফের বিক্ষোভ

প্রতিনিধি, শাবিপ্রবি

শাকসুর দাবিতে শাবিপ্রবিতে ফের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা।

শনিবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

বিজ্ঞাপন

মিছিলটি গোলচত্বর থেকে শুরু হয়ে বিজয় ২৪ ও সৈয়দ মুজতবা আলী হল হয়ে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘রিট করে শাকসু, বন্ধ করা যাবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘মব করে শাকসু, বন্ধ করা যাবে না’ বলে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তব্য দেন দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির, জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম, স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার, সাধারণের ঐক্যস্বর প্যানেলের এজিএস প্রার্থী হাফিজুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম প্রমুখ।

স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, বিএনপি সর্বশক্তি দিয়ে শাকসু বন্ধের চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীদের কথা বলেছি। তারা আশঙ্কা করছে, শাকসু যদি না হয়, তাহলে আগের যত অপরাজনীতি ফিরে আসবে। শিক্ষার্থীরা চায় শাকসু হোক। ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।

এদিকে, গত বুধবার শাকসুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের ২৮ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...