ফিলিস্তিন রাষ্ট্রদূতের সঙ্গে আইআইইউসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৩: ০০

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ.ন.ম শামসুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদানের সাথে ঢাকায় তার অফিসে সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন—আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।

বিজ্ঞাপন

সম্প্রতি এই সাক্ষাত অনুষ্ঠানে ফিলিস্তিনি রাষ্ট্রদূত আইআইইউসি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং ফ্রি প্যালেস্টাইন লেখা উত্তরীয় পরিয়ে দেন। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে সুদীর্ঘ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং আইআইইউসির সাথে ফিলিস্তিন দূতাবাসের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে, ২৭ জন ফিলিস্তিনি নির্যাতিত শিক্ষার্থীকে স্কলারশিপের মাধ্যমে পড়ার সুযোগ প্রদানে সম্মত হয়ে অফার লেটার প্রদান করায় আইআইইউসি কর্তৃপক্ষের প্রতি ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

আইআইইউসি প্রতিনিধিদল রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেন, ফিলিস্তিনিরা আমাদের ভাই-বোন। আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বদা তাদের পাশে আছি এবং তাদের কল্যাণে শিক্ষাপ্রদানে সর্বোচ্চ সহযোগিতা করে যাবে আইআইইউসি। রাষ্ট্রদূত আইআইইউসি প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ফিলিস্তিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ এম. এইচ. হামাদ, ফার্স্ট সেক্রেটারি নূর এইচ. ও আলাইদী, মিলিটারি অ্যাটাচে কর্নেল মাহমুদ এম. জে. আল শারওয়ানাহ প্রমুখ। আইআইইউসি প্রতিনিধিদল ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে সুবিধাজনক সময়ে আইআইইউসি ক্যাম্পাসে ভিজিটের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, আগামী জানুয়ারিতে ফিলিস্তিনের ১০ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে পূর্ণ স্কলারশিপ নিয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়নের জন্য আইআইইউসিতে আসার কথা রয়েছে। পরিস্থিতি অনুকূল থাকলে বাকি শিক্ষার্থীরাও যোগ দেবে বলে জানান ফিলিস্তিনি রাষ্ট্রদূত। সংবাদ বিজ্ঞপ্তি

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত