অমোচনীয় কালি উঠা প্রসঙ্গে রাবি ভিসি

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘষলে তো কালি উঠবেই

প্রতিনিধি, রাবি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৪: ১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে উচ্চমানের অমোচনীয় কালি ব্যবহারের দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। তার দাবি, অমোচনীয় কালি অবশ্যই উচ্চমানের। তবে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘষাঘষি করে তাহলে তো সেটি (কালি) উঠবেই।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় রাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। একই সঙ্গে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উপাচার্য বলেন, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা আমাদের কমিটমেন্টে শতভাগ সন্তুষ্ট। আমরা বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করলাম, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোট শুরুর এক ঘণ্টা পরও ভোটার উপস্থিতি কম নিয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ভোটার বাড়বে, সময় দিতে হবে। অন্য বিশ্ববিদ্যালয়ে যে রকম ভোটারের উপস্থিতি ছিল, তেমনটি আমাদের এখানেও হবে। সে ক্ষেত্রে ৭০ শতাংশ ভোটার উপস্থিতির আশা তো করতেই পারি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত