প্রতিনিধি, জবি
কোটা সংস্কার আন্দোলন যখন এক দফার দাবিতে রূপ নেওয়ার দারপ্রান্তে তখন একটি পোস্টার সারা দেশে আলোড়ন তোলে। সেই ভাইরাল পোস্টারের ডিজাইনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মারুফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০২৪ সালের ২ আগস্ট মারুফ তার ফেসবুক পেজ ‘Dept. Not Flauors’-এ এক দফার সেই ডিজাইন প্রকাশ করেন।
মুহূর্তের মধ্যেই পোস্টারটি ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে পোস্টারটি ৫ হাজারের বেশি শেয়ার হয় এবং কয়েক লাখ মানুষ তা দেখেন। আন্দোলনে সংহতি জানাতে অসংখ্য শিক্ষার্থী ও মানুষ তাদের প্রোফাইল ছবি হিসেবে সেই পোস্টার ব্যবহার শুরু করেন। যা আন্দোলনকারীদের নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা দেয়।
এর আগে ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের দমন করতে সরকার কঠোর অবস্থান নেয়। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুলি এবং প্রাণঘাতি হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। আন্দোলনকারীরা তখন নয় দফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন। কিন্তু ইন্টারনেট শাটডাউনের কারণে তথ্যপ্রবাহ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে শাটডাউন উঠিয়ে নিলে শিক্ষার্থীরা অনলাইনে দেখতে পান পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সাধারণ মানুষ হতাহত হওয়ার হৃদয়বিদারক দৃশ্য। তখন আন্দোলনকারীদের মধ্যে ধারণা তৈরি হয় যে, নয় দফা কোনো সমাধান নয়—প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগই একমাত্র সমাধান।
মারুফ বলেন, ‘আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিলাম। কিন্তু শেখ হাসিনা সেই আন্দোলনকে দমন করতে গুলি চালালেন, আমার ভাই-বোন, বন্ধু ও দেশের সাধারণ মানুষকে হত্যা করলেন। ইন্টারনেট চালু হওয়ার পর আমরা সেই হত্যাযজ্ঞের ভয়াবহতা দেখতে পাই। তখন আমার মনে হয়, সমাধান একটাই—এক দফা, খুনি হাসিনার পদত্যাগ। সেই ভাবনা থেকেই আমি ২ আগস্ট বিকেলে এক দফার পোস্টার ডিজাইন করি। পরবর্তীতে ৩ আগস্ট বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এক দফা আন্দোলনের ঘোষণা দেন।’
কোটা সংস্কার আন্দোলন যখন এক দফার দাবিতে রূপ নেওয়ার দারপ্রান্তে তখন একটি পোস্টার সারা দেশে আলোড়ন তোলে। সেই ভাইরাল পোস্টারের ডিজাইনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মারুফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০২৪ সালের ২ আগস্ট মারুফ তার ফেসবুক পেজ ‘Dept. Not Flauors’-এ এক দফার সেই ডিজাইন প্রকাশ করেন।
মুহূর্তের মধ্যেই পোস্টারটি ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে পোস্টারটি ৫ হাজারের বেশি শেয়ার হয় এবং কয়েক লাখ মানুষ তা দেখেন। আন্দোলনে সংহতি জানাতে অসংখ্য শিক্ষার্থী ও মানুষ তাদের প্রোফাইল ছবি হিসেবে সেই পোস্টার ব্যবহার শুরু করেন। যা আন্দোলনকারীদের নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা দেয়।
এর আগে ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের দমন করতে সরকার কঠোর অবস্থান নেয়। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুলি এবং প্রাণঘাতি হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। আন্দোলনকারীরা তখন নয় দফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন। কিন্তু ইন্টারনেট শাটডাউনের কারণে তথ্যপ্রবাহ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে শাটডাউন উঠিয়ে নিলে শিক্ষার্থীরা অনলাইনে দেখতে পান পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সাধারণ মানুষ হতাহত হওয়ার হৃদয়বিদারক দৃশ্য। তখন আন্দোলনকারীদের মধ্যে ধারণা তৈরি হয় যে, নয় দফা কোনো সমাধান নয়—প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগই একমাত্র সমাধান।
মারুফ বলেন, ‘আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিলাম। কিন্তু শেখ হাসিনা সেই আন্দোলনকে দমন করতে গুলি চালালেন, আমার ভাই-বোন, বন্ধু ও দেশের সাধারণ মানুষকে হত্যা করলেন। ইন্টারনেট চালু হওয়ার পর আমরা সেই হত্যাযজ্ঞের ভয়াবহতা দেখতে পাই। তখন আমার মনে হয়, সমাধান একটাই—এক দফা, খুনি হাসিনার পদত্যাগ। সেই ভাবনা থেকেই আমি ২ আগস্ট বিকেলে এক দফার পোস্টার ডিজাইন করি। পরবর্তীতে ৩ আগস্ট বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এক দফা আন্দোলনের ঘোষণা দেন।’
রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর ফলাফল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
৩ ঘণ্টা আগেধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
১০ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে।
১৩ ঘণ্টা আগে