ভাইরাল এক দফা পোস্টারের ডিজাইনার জবি শিক্ষার্থী মারুফ

প্রতিনিধি, জবি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৪: ০৩
জবি শিক্ষার্থী মারুফ

কোটা সংস্কার আন্দোলন যখন এক দফার দাবিতে রূপ নেওয়ার দারপ্রান্তে তখন একটি পোস্টার সারা দেশে আলোড়ন তোলে। সেই ভাইরাল পোস্টারের ডিজাইনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মারুফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

২০২৪ সালের ২ আগস্ট মারুফ তার ফেসবুক পেজ ‘Dept. Not Flauors’-এ এক দফার সেই ডিজাইন প্রকাশ করেন।

মুহূর্তের মধ্যেই পোস্টারটি ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে পোস্টারটি ৫ হাজারের বেশি শেয়ার হয় এবং কয়েক লাখ মানুষ তা দেখেন। আন্দোলনে সংহতি জানাতে অসংখ্য শিক্ষার্থী ও মানুষ তাদের প্রোফাইল ছবি হিসেবে সেই পোস্টার ব্যবহার শুরু করেন। যা আন্দোলনকারীদের নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা দেয়।

AmarDesh_Maruf-2

এর আগে ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের দমন করতে সরকার কঠোর অবস্থান নেয়। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুলি এবং প্রাণঘাতি হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। আন্দোলনকারীরা তখন নয় দফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন। কিন্তু ইন্টারনেট শাটডাউনের কারণে তথ্যপ্রবাহ বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে শাটডাউন উঠিয়ে নিলে শিক্ষার্থীরা অনলাইনে দেখতে পান পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সাধারণ মানুষ হতাহত হওয়ার হৃদয়বিদারক দৃশ্য। তখন আন্দোলনকারীদের মধ্যে ধারণা তৈরি হয় যে, নয় দফা কোনো সমাধান নয়—প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগই একমাত্র সমাধান।

মারুফ বলেন, ‘আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিলাম। কিন্তু শেখ হাসিনা সেই আন্দোলনকে দমন করতে গুলি চালালেন, আমার ভাই-বোন, বন্ধু ও দেশের সাধারণ মানুষকে হত্যা করলেন। ইন্টারনেট চালু হওয়ার পর আমরা সেই হত্যাযজ্ঞের ভয়াবহতা দেখতে পাই। তখন আমার মনে হয়, সমাধান একটাই—এক দফা, খুনি হাসিনার পদত্যাগ। সেই ভাবনা থেকেই আমি ২ আগস্ট বিকেলে এক দফার পোস্টার ডিজাইন করি। পরবর্তীতে ৩ আগস্ট বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এক দফা আন্দোলনের ঘোষণা দেন।’

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত