আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাবি ভিসির সাথে সাদা দলের সাক্ষাৎ

ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে সতর্ক থাকুন

স্টাফ রিপোর্টার
ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে সতর্ক থাকুন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সাথে দেখা করে ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল বিশ্ববিদ্যালয় প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সাথে গোপন সম্পর্কের বিষয়ে সতর্ক করেছেন।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম-আহ্বায়কদ্বয় অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নেতৃত্বে সাদা দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খানের কার্যালয়ে দেখা করেন।

চলমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি যেকোনো সঙ্কটে সাদা দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা (প্রশাসন) ও অধ্যাপক ড. মামুন আহমেদ (শিক্ষা), ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।

এছাড়াও সাদা দলের নেতারা ভিসি ড. নিয়াজ আহমেদ খানকে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা গোপনে আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যে কারণেই গত শনিবার শিক্ষক সমিতিতে প্রতিনিধিত্বকারী নীল দলের শিক্ষক নেতারা শিক্ষক সমিতির কার্যক্রমকে সক্রিয় করার দাবিতে ঢাবি ভিসিকে স্মারকলিপি দিয়েছেন। এতে বোঝা যায় যে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা উদ্ভূত ঘটনাকে উস্‌কে দিতে চাইছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানসহ প্রশাসনকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় ঢাবি সাদা দল।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন