আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জকসু নির্বাচন ৬ জানুয়ারি

প্রতিনিধি, জবি

জকসু নির্বাচন ৬ জানুয়ারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন স্থগিতের পর উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করে। সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বিশেষ সিন্ডিকেট সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের দাবি এবং প্রশাসনিক বাস্তবতা বিবেচনা করে বিশেষ সিন্ডিকেট সভায় আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।’

এর আগে মঙ্গলবার সকালে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে নির্ধারিত জকসু নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়। ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে পালটাপালটি অভিযোগ ওঠে। কেউ নির্বাচন স্থগিতকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন—আবার কেউ প্রশাসনিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক দফা আলোচনা শেষে বিশেষ সিন্ডিকেট সভার মাধ্যমে নতুন তারিখ নির্ধারণ করে।

তবে অনেক শিক্ষার্থী দাবি করেছেন, নির্ধারিত তারিখে যেন কোনো অজুহাতে নির্বাচন বাতিল বা বিলম্ব না করা হয় এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা হয়।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগ্‌গিরই নির্বাচনের সংশোধিত সময়সূচি, ভোটগ্রহণের বিস্তারিত নির্দেশনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...