রাকসু নির্বাচন: ভোটকেন্দ্রে মেয়েদের উপচে পড়া ভিড়

প্রতিনিধি, রাবি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১: ৫৩
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১১: ৫৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল থেকেই মেয়েদের ভোটকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। কেন্দ্রের বাইরে ছিল লম্বা লাইন।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন, সিরাজী ভবন ও ডিনস কমপ্লেক্সে—এই তিনটি কেন্দ্রে ছয়টি হলের মেয়েদের ভোট গ্রহণ চলছে। এ সময় ছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। জীবনের প্রথম ভোট দিতে অনেকেই আগ্রহ নিয়ে কেন্দ্রে এসেছেন।

বিজ্ঞাপন

এক ছাত্রী বলেন, এটাই আমার জীবনের প্রথম ভোট। খুবই ভালো লাগছে। ভেতরের পরিবেশ খুবই সুন্দর। যারা দায়িত্ব আছেন, তারা খুব ভালোভাবে দায়িত্ব পালন করছেন। প্রত্যেকটা প্রসেস আমাদের জানানো হয়েছে যে কীভাবে কী করতে হবে। এ ছাড়া আমাদের প্রাইভেসি রক্ষা করা হয়েছে।

ভোটদান শেষে এক শিক্ষার্থী বলেন, ভেতরে ভোটের পরিবেশ অনেক ভালো এবং উপস্থিতি অনেক বেশি। আমি এর আগে জাতীয় নির্বাচনে কখনো ভোট দিইনি, জীবনে প্রথম ভোট দিলাম। খুবই ভালো লাগছে।

ভোটের জন্য লাইনে অপেক্ষমাণ এক শিক্ষার্থী বলেন, নির্বাচনের যে আমেজ তিন-চার দিন ধরে আমাদের ক্যাম্পাসে ছিল, সেটা আজও দেখা যাচ্ছে। সবাই ভোটের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমিও দাঁড়িয়ে আছি। অনেক এক্সাইটেড আমি। জীবনের প্রথম ভোট। ক্যাম্পাসে এমন আমেজ দেখে খুবই ভালো লাগছে।

সিরাজী ভবন কেন্দ্রে দায়িত্ব থাকা একজন প্রিসাইডিং অফিসার জানান, সব কিছু ঠিকঠাক চলছে। এখন পর্যন্ত কোনো সমস্যা দেখিনি। সবাই সিরিয়ালি আসছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আশা করছি শেষ পর্যন্ত এই ধারা বজায় থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত