জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে তিন দিনে মোট ২৬৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল সংসদ নির্বাচনের জন্য ৪৫ জন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জকসু নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান।
তিনি বলেন, “আজ মনোনয়ন তোলার শেষ সময় ছিল। তিন দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৬৭টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে।”
ছাত্রী হল সংসদের জন্য মনোনয়ন সংগ্রহের তথ্য নিশ্চিত করেন হলের প্রভোস্ট ও প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. আঞ্জুমান আরা। তিনি জানান, মোট ৪৫ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন।
হল সূত্র জানায়, ছাত্রী হলের ১৩টি পদের জন্য তিনটি ধারা থেকে প্রার্থীরা মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে ছাত্রদল–সমর্থিত প্যানেল ১৩টি পদেই ১৩ জন প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্যানেলও ১৩টি পদের জন্য ১৩ জন মনোনয়ন তুলেছে। বামধারার ‘চিন্তক’ প্ল্যাটফর্ম ৮ জনের আংশিক প্যানেল জমা দিয়েছে।
সব মিলিয়ে ছাত্রী হলে ১৩টি পদের বিপরীতে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। হলে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২৩৭ জন।

