চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা শুরু

প্রতিনিধি, চবি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বুধবার থেকে ক্লাস ও পরীক্ষা চালু হয়। নয়টি বিভাগে চলছে পরীক্ষা। তবে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম দেখা গেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী মোড়, শহীদ মিনার, সমাজবিজ্ঞান ঝুপড়ি ও কলা ঝুপড়ির মতো শিক্ষার্থীদের আড্ডাখানাগুলো একেবারেই ফাঁকা। সমাজবিজ্ঞান, কলা ও মানববিদ্যা অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদের বেশিরভাগ ক্লাসও খালি ছিল। কেবল কিছু বিভাগে ক্লাস ও পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলতে দেখা গেছে।

জানতে চাইলে বাংলাদেশ স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ মাসুম আহমেদ বলেন, সংঘর্ষের পর আমাদের অনেক ভাই-বন্ধু আহত হয়েছে। মানসিকভাবে ট্রমাই রয়েছে। ফলে তারা ক্লাসে আসছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন সংঘর্ষ বা মারামারির ঘটনায় প্রায় ঘটে। ফলে আমাদের স্বাভাবিক ক্লাস কার্যক্রম ব্যহত হচ্ছে। সেশনজটের শঙ্কাতো থেকেই যায়।

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমিরুল ইসলাম জানান, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অনেক বিভাগে ক্লাস শেষ হয়ে আসায় পরীক্ষা শুরু হয়েছে। তবে এই পরিস্থিতিতে উপস্থিতি কম থাকাটাই স্বাভাবিক।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনার পর আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে। নয়টি বিভাগে পরীক্ষা চলছে। তবে প্রতিটি বিভাগকে স্বাধীনতা দেওয়া হয়েছে তারা চাইলে পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা নিতে বা স্থগিত রাখতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এখন থেকে ক্লাস নিয়মিত চলবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আহত শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবে।

তবে শিক্ষার্থীদের অনুপস্থিতির আরেকটি কারণ হিসেবে সংঘর্ষ-পরবর্তী মানসিক চাপকেও দায়ী করা হচ্ছে। অনেক শিক্ষার্থী এখনও ট্রমা ও আহত থাকায় তারা ক্লাস ও পরীক্ষায় স্বাভাবিকভাবে অংশ নিতে পারছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত