
প্রতিনিধি, চবি

পোষ্য কোটা বাতিল ও জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারসহ ৯ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬ জন শিক্ষার্থী।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অনশনে বসেন তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অনশনে বসা ৬ জন শিক্ষার্থী হলেন– জুলাই গণ-অভ্যুত্থান চোখ হারানো শিক্ষার্থী মো. শুভ হোসেন, সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, রশিদ দিনার, তানিম মুশফিক, রিয়াদ এবং সাইরিব রহমান সুপ্ত।
বাংলা বিভাগের শিক্ষার্থী মো. শুভ হোসেন বলেন, পোষ্য কোটা সম্পূর্ণ অযৌক্তিক একটি কোটা। এই কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা এখনও কাতরাচ্ছেন। কিন্তু হত্যাকারীদের কোন উল্লেখযোগ্য বিচার হয়নি। ৯ দফা দাবিতে আমরা অনশন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ কর্মসূচি চালিয়ে যাবো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, শহীদ হৃদয় তরুয়া এবং শহীদ ফরহাদের রক্তের ওপর বসে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের কাছে এখন খুনিদের বিচার চাইতে হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে যারা হত্যা হামলার সাথে জড়িত, তারা বিভিন্ন বিভাগে পরীক্ষা দিচ্ছেন। এসব হামলাকারীর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ আমরা দেখতে পাইনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেখানে ৫৭ জনকে বহিষ্কার করেছে, সেখানে চবি প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। চবির সকল শিক্ষার্থী পোষ্য কোটার বিরুদ্ধে থাকার পরেও পোষ্য কোটা এখনো বহাল রয়েছে। আমরা কোন ধরনের কোটা আর দেখতে চাই না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, যারা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে সকল প্রকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জুলাই গণ-অভ্যুত্থান সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীরা এমন কেউ যদি পড়াশোনা শেষ করে চলেও যায়, তবুও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন সার্টিফিকেট দিতে পারে, তেমনি আবার সার্টিফিকেট বাতিলও করতে পারে। আমি কোন প্রকার কোটার পক্ষে নেই। আমরাও চাই যাতে কোন প্রকার কোটা না থাকে। তবে সমস্ত কিছুর একটা প্রক্রিয়া আছে। আমাদের তোমরা সময় দাও, আমরা সকল সমস্যার সমাধান করবো।

পোষ্য কোটা বাতিল ও জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারসহ ৯ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬ জন শিক্ষার্থী।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অনশনে বসেন তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অনশনে বসা ৬ জন শিক্ষার্থী হলেন– জুলাই গণ-অভ্যুত্থান চোখ হারানো শিক্ষার্থী মো. শুভ হোসেন, সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, রশিদ দিনার, তানিম মুশফিক, রিয়াদ এবং সাইরিব রহমান সুপ্ত।
বাংলা বিভাগের শিক্ষার্থী মো. শুভ হোসেন বলেন, পোষ্য কোটা সম্পূর্ণ অযৌক্তিক একটি কোটা। এই কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা এখনও কাতরাচ্ছেন। কিন্তু হত্যাকারীদের কোন উল্লেখযোগ্য বিচার হয়নি। ৯ দফা দাবিতে আমরা অনশন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ কর্মসূচি চালিয়ে যাবো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, শহীদ হৃদয় তরুয়া এবং শহীদ ফরহাদের রক্তের ওপর বসে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের কাছে এখন খুনিদের বিচার চাইতে হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে যারা হত্যা হামলার সাথে জড়িত, তারা বিভিন্ন বিভাগে পরীক্ষা দিচ্ছেন। এসব হামলাকারীর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ আমরা দেখতে পাইনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেখানে ৫৭ জনকে বহিষ্কার করেছে, সেখানে চবি প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। চবির সকল শিক্ষার্থী পোষ্য কোটার বিরুদ্ধে থাকার পরেও পোষ্য কোটা এখনো বহাল রয়েছে। আমরা কোন ধরনের কোটা আর দেখতে চাই না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, যারা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে সকল প্রকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জুলাই গণ-অভ্যুত্থান সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীরা এমন কেউ যদি পড়াশোনা শেষ করে চলেও যায়, তবুও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন সার্টিফিকেট দিতে পারে, তেমনি আবার সার্টিফিকেট বাতিলও করতে পারে। আমি কোন প্রকার কোটার পক্ষে নেই। আমরাও চাই যাতে কোন প্রকার কোটা না থাকে। তবে সমস্ত কিছুর একটা প্রক্রিয়া আছে। আমাদের তোমরা সময় দাও, আমরা সকল সমস্যার সমাধান করবো।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা হয়, ১২ ও ১৩ নভেম্বর অনলাইনে ক্লাস হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথম অনলাইনে ক্লাস নেওয়ার কথা বললেও পরে তা প্রত্যাহার করে। আরো বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথমে একই ধরনের নোটিশ জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেয় বলে জানা গেছে।
৩২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২য় বারের মতো আগামী ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিসেন্ট এডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলোজি' শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স-২০২৫।
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের সময়ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে। পাশাপাশি শীতকালীন ছুটির সময়সূচি পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
৭ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৯তম দ্বিবার্ষিক পুনর্মিলনী আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার দিনব্যাপী এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
১ দিন আগে