
ঢাবি সংবাদদাতা

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনা ও সনদ প্রদানসহ বিভিন্ন দাবিতে রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বঞ্চিত শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল সাড়ে ৮ টা থেকে এই অবস্থান শুরু করেন ভাইভা থেকে বাদ পড়া এসব শিক্ষার্থীরা।
এর আগেও তারা জাতীয় প্রেসক্লাকের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। সর্বশেষ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এই অবস্থান কর্মসূচির কথা জানানো হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় ২৩ হাজার প্রার্থী বৈষম্য-জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়ার পরও ভাইভায় ফেল করেছেন। এ জন্য সব বৈষম্য দূর করার পাশাপাশি ফলাফল পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ৭ দফা দাবি জানিয়েছেন তারা।
দাবিগুলো হলো- ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রার্থীদের ফলাফল পুনর্বিবেচনা; কিছু বোর্ডে ৩০ জন পরীক্ষার্থী মধ্যে মাত্র একজন পাশ করেছেন, আবার কিছু বোর্ডে ৩০ জনের মধ্যে ২৭ জন উত্তীর্ণ হয়েছে, এত বৈষম্য কেন? এসব সমস্যা সমাধান; গত ১৬তম এবং ১৭তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষায় পাশের হার যথাক্রমে ৯২ দশমিক ১৫ শতাংশ এবং ৯৫ দশমিক ২ শতাংশ, যা ১৮তম পরীক্ষায় মাত্র ৭২ শতাংশ (যেখানে শূন্যপদ ১ লাখ ১০ হাজারের উপরে সেখানে পাশ মাত্র ৬০ হাজার)। এমনকি আরবি প্রভাষক এবং সমাজ বিজ্ঞান প্রভাষকের ভাইভা পরীক্ষায় পাশের হার যথাক্রমে মাত্র ৫৩ দশমিক ৪৭ শতাংশ এবং ৫২ দশমিক ১ শতাংশ। গত বছরগুলোর তুলনায় এ বছর কম কেন? এর সমাধান করা;
এ বছর লিখিত পরীক্ষা তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় অনেক কঠিন ছিল এবং প্রশ্নের মধ্যে কোনো বিকল্প অপশন ছিল না, সুতরাং সব ভাইভা পরীক্ষার্থীদের সনদ দেয়া; বিগত বছরের পরীক্ষাগুলোর সঙ্গে এবারের পরীক্ষার এই ধরনের বিস্তর তারতম্য ফলাফলের নিরপেক্ষতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তা নিরসন করা; ফলাফল প্রক্রিয়ায় কোনো ধরনের অসংগতি হয়েছে কি না, তা সমাধান করা এবং ১৮তম নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফল যথাযথভাবে পুনরায় পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা।
এমনকি এনটিআরসিএ চেয়ারম্যান মফিজুর রহমানকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি জানিয়েছেন অনুত্তীর্ণ প্রার্থীরা।
সূত্রমতে, গত ৪ জুন ১৮ তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী। গত বছরের ১২ ও ১৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনা ও সনদ প্রদানসহ বিভিন্ন দাবিতে রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বঞ্চিত শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল সাড়ে ৮ টা থেকে এই অবস্থান শুরু করেন ভাইভা থেকে বাদ পড়া এসব শিক্ষার্থীরা।
এর আগেও তারা জাতীয় প্রেসক্লাকের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। সর্বশেষ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এই অবস্থান কর্মসূচির কথা জানানো হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় ২৩ হাজার প্রার্থী বৈষম্য-জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়ার পরও ভাইভায় ফেল করেছেন। এ জন্য সব বৈষম্য দূর করার পাশাপাশি ফলাফল পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ৭ দফা দাবি জানিয়েছেন তারা।
দাবিগুলো হলো- ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রার্থীদের ফলাফল পুনর্বিবেচনা; কিছু বোর্ডে ৩০ জন পরীক্ষার্থী মধ্যে মাত্র একজন পাশ করেছেন, আবার কিছু বোর্ডে ৩০ জনের মধ্যে ২৭ জন উত্তীর্ণ হয়েছে, এত বৈষম্য কেন? এসব সমস্যা সমাধান; গত ১৬তম এবং ১৭তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষায় পাশের হার যথাক্রমে ৯২ দশমিক ১৫ শতাংশ এবং ৯৫ দশমিক ২ শতাংশ, যা ১৮তম পরীক্ষায় মাত্র ৭২ শতাংশ (যেখানে শূন্যপদ ১ লাখ ১০ হাজারের উপরে সেখানে পাশ মাত্র ৬০ হাজার)। এমনকি আরবি প্রভাষক এবং সমাজ বিজ্ঞান প্রভাষকের ভাইভা পরীক্ষায় পাশের হার যথাক্রমে মাত্র ৫৩ দশমিক ৪৭ শতাংশ এবং ৫২ দশমিক ১ শতাংশ। গত বছরগুলোর তুলনায় এ বছর কম কেন? এর সমাধান করা;
এ বছর লিখিত পরীক্ষা তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় অনেক কঠিন ছিল এবং প্রশ্নের মধ্যে কোনো বিকল্প অপশন ছিল না, সুতরাং সব ভাইভা পরীক্ষার্থীদের সনদ দেয়া; বিগত বছরের পরীক্ষাগুলোর সঙ্গে এবারের পরীক্ষার এই ধরনের বিস্তর তারতম্য ফলাফলের নিরপেক্ষতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তা নিরসন করা; ফলাফল প্রক্রিয়ায় কোনো ধরনের অসংগতি হয়েছে কি না, তা সমাধান করা এবং ১৮তম নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফল যথাযথভাবে পুনরায় পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা।
এমনকি এনটিআরসিএ চেয়ারম্যান মফিজুর রহমানকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি জানিয়েছেন অনুত্তীর্ণ প্রার্থীরা।
সূত্রমতে, গত ৪ জুন ১৮ তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী। গত বছরের ১২ ও ১৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন।

আগামী বার্ষিক পরীক্ষার আগেই (৩০ নভেম্বরের মধ্যেই) ছুটির দিনে দেশের সব বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন দেয়ার জোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
৭ ঘণ্টা আগে
রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর ফলাফল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।
৮ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
১০ ঘণ্টা আগে
ধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
১৮ ঘণ্টা আগে