রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার বিএনপিপন্থি শিক্ষকদের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৯
ছবি: সংগৃহীত

প্রশাসনের আশ্বাসে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’।

বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে বুধবার দুপুরে প্রশাসনের আশ্বাসে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন রাবির কর্মকর্তা ও কর্মচারীরা।

অফিসার সমিতির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে চার দিন ধরে চলা শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

গত রোববার পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট মিটিং শেষে পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই সঙ্গে গত শনিবারের শিক্ষক লাঞ্ছনার অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তবে কোটা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত