জাপানে অবস্থানরত বাংলাদেশি আইনজীবী সমাজের সংগঠন ‘বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন জাপানের (বিএলএজে) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সংগঠনের ২০২৫-২৬ বছরের কার্যনির্বাহী কমিটির ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
এতে এম সাইফুল ইসলাম রিয়াদকে সভাপতি ও হাফিজুর রহমান রুসোকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহদী হাসান খান, যুগ্ম সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক সম্পা মাহদী, প্রচার ও জনসংযোগ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ও অর্থ সম্পাদক করা হয় সুমাইয়া রিজভী মৌরিকে।
জাপানে অবস্থানরত বাংলাদেশি আইনজীবী সমাজের সদস্যরা এতে সক্রিয় ও উৎসাহব্যঞ্জকভাবে অংশগ্রহণ করেন। জাপানে বসবাসরত বাংলাদেশি আইন পেশাজীবীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মের আওতায় এনে আইন সচেতনতা বৃদ্ধি, একাডেমিক ও পেশাগত উন্নয়ন এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে আইনগত, প্রাতিষ্ঠানিক ও জনগণভিত্তিক সম্পর্ক সুদৃঢ় করতে এই সংগঠন কাজ করবে জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

