আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি তারেক, সম্পাদক আকরাম

স্টাফ রিপোর্টার

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি তারেক, সম্পাদক আকরাম
ছবি: আমার দেশ

যুক্তরাজ্যে কর্মরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের শীর্ষ সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ব্যারিষ্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হোসেন আকরাম এবং ট্রেজারার পদে মো. আবদুল হান্নান নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। ভোটগ্রহণের সঙ্গে সঙ্গে চলে খ্যাতিমান কণ্ঠশিল্পীদের পরিবেশনা গান, কবিতা এবং বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান।

বিজ্ঞাপন

নবনির্বাচিত অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তাইসির মাহমুদ। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আহাদ চৌধুরী বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদির মুরাদ। সহকারী কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মো. এখলাছুর রহমান পাক্কু।

এছাড়া সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন, মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ, ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- সরওয়ার হোসেন, সাইদুর রহমান সোহেল, লোকমান হোসেন গাজী, ফারজানা চৌধুরী ও এনাম চৌধুরী।

নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রবাসে বাংলা গণমাধ্যমের পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও কার্যকর করাই তাদের প্রধান লক্ষ্য। তারা ঐক্যবদ্ধভাবে লন্ডন বাংলা প্রেস ক্লাবকে সময়োপযোগী ও দায়িত্বশীল সংগঠনে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, লন্ডন বাংলা প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলা সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন