আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মালয়েশিয়ায় তিন দিনের আন্তর্জাতিক ব্রান্ডিং শোকেস অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক
মালয়েশিয়ায় তিন দিনের আন্তর্জাতিক ব্রান্ডিং শোকেস অনুষ্ঠিত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তিন দিনের আন্তর্জাতিক ব্রান্ডিং শোকেস অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, তাইওয়ান ও মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে ৩য় বারের মতো ‘২০তম মালয়েশিয়া আন্তর্জাতিক ব্রান্ডিং শোকেস ২০২৫’ এ অংশগ্রহণ করে বাংলাদেশ।

বাংলাদেশের ২টি বুথে খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'প্রাণ' এবং পাটজাত পণ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান 'জুটেক্স' এই মেলায় অংশগ্রহণ করে দেশের পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী, ঔষধসামগ্রী, চামড়াজাত পণ্য, খাদ্য ও পানীয় সামগ্রীসহ রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

রাজধানী কুয়ালালামপুরের কেএলসিসি কনভেনশন সেন্টার তিন দিনব্যাপী আয়োজিত এ আসরে Wellness & Beauty Care, স্মার্ট যন্ত্রপাতি ও স্মার্ট পণ্য, খাদ্য ও পানীয়, চা সংস্কৃতি, ফেব্রিক এবং চামড়াজাত, ভোগ্যপণ্যসহ মোট ৬টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে।

মেলার ২য় দিন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী মেলার অন্যান্য স্টলসহ বাংলাদেশের ২টি স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ হাইকমিশনের স্টলে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সাথে মত বিনিময় করেন। এবং তাদেরকে বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্য সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শনের সময় আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এর প্রেসিডেন্ট ও ই এস ইভেন্ট ম্যনেজমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর দাতো চং চং তিক (Dato Chong chong Tik) ও প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিগণ, Invest Selangor এর ম্যানেজার অং চিং চিং (Aung Ching Ching), অংশগ্রহণকারী ২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন