
বিশেষ প্রতিনিধি, লন্ডন

আগামী নির্বাচনের আগে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত ও স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশিদের ভোট দেওয়ার নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে। সংগঠনটির উদ্যোগে গত সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক ব্রিটিশ ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম কোর্টের বিচারক মুহাম্মদ বেলায়েত হোসাইনের পক্ষে লিখিত বক্তব্য দেন ব্যারিস্টার নাজির আহমদ। পরে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের আহ্বায়ক বিচারক মুহাম্মদ বেলায়েত হোসাইন, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম শাহিন, ব্যারিস্টার ইকবাল হোসাইন, সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান। সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব ব্যারিস্টার বদরে আলম দিদারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, ভোট প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। দীর্ঘ ৫৪ বছর ধরে প্রবাসীরা ভোটের অধিকার প্রয়োগের জন্য দাবি জানিয়ে আসছেন। সব সরকারই আশ্বস্ত করে কিন্তু কেউ বাস্তবায়ন করেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে এই অধিকার বাস্তবায়ন হয় সে লক্ষ্যেই কাজ করছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ।
লিখিত বক্তব্যে বলা হয়, দেড় কোটির বেশি বাংলাদেশি বিভিন্ন দেশে বসবাস করছেন। তাদের ঘাম ঝরানো আয় হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত। অথচ এই প্রবাসীদের ভোট দিয়ে সরকার গঠনে নিজেদের মতামত ব্যক্ত করার সুযোগ নেই। দেশের এক-দশমাংশ মানুষকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ৫ আগস্ট বিপ্লবোত্তর সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে শাসনব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করছে। প্রবাসীদের এই মৌলিক দাবিটি সংস্কারের আওতায় নিয়ে বাস্তবায়ন করা হবে- এটাই প্রত্যাশা বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের।
বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়ে বলা হয়, রাজপরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে পুরস্কৃত করে সম্মানিত করা হবে। এতে গোটা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরাও সম্মানিত বোধ করছেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, সরকার আন্তরিক হলে প্রবাসীরা যে যেই দেশেই থাকুন, সেখান থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করা সময়ের ব্যাপারমাত্র।
লিখিত বক্তব্যে জানানো হয়, এই মৌলিক অধিকারের দাবি অন্য দেশগুলো পূরণ করেছে। যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা ও তুরস্কের নাগরিকরা যে দেশেই বসবাস করেন না কেন, জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ রয়েছে তাদের। প্রত্যেক দেশের দূতাবাসগুলো বিভিন্ন দেশে তাদের নাগরিকদের ভোট নেওয়ার ব্যবস্থা করে থাকে।

আগামী নির্বাচনের আগে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত ও স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশিদের ভোট দেওয়ার নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে। সংগঠনটির উদ্যোগে গত সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক ব্রিটিশ ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম কোর্টের বিচারক মুহাম্মদ বেলায়েত হোসাইনের পক্ষে লিখিত বক্তব্য দেন ব্যারিস্টার নাজির আহমদ। পরে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের আহ্বায়ক বিচারক মুহাম্মদ বেলায়েত হোসাইন, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম শাহিন, ব্যারিস্টার ইকবাল হোসাইন, সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান। সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব ব্যারিস্টার বদরে আলম দিদারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, ভোট প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। দীর্ঘ ৫৪ বছর ধরে প্রবাসীরা ভোটের অধিকার প্রয়োগের জন্য দাবি জানিয়ে আসছেন। সব সরকারই আশ্বস্ত করে কিন্তু কেউ বাস্তবায়ন করেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে এই অধিকার বাস্তবায়ন হয় সে লক্ষ্যেই কাজ করছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ।
লিখিত বক্তব্যে বলা হয়, দেড় কোটির বেশি বাংলাদেশি বিভিন্ন দেশে বসবাস করছেন। তাদের ঘাম ঝরানো আয় হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত। অথচ এই প্রবাসীদের ভোট দিয়ে সরকার গঠনে নিজেদের মতামত ব্যক্ত করার সুযোগ নেই। দেশের এক-দশমাংশ মানুষকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ৫ আগস্ট বিপ্লবোত্তর সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে শাসনব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করছে। প্রবাসীদের এই মৌলিক দাবিটি সংস্কারের আওতায় নিয়ে বাস্তবায়ন করা হবে- এটাই প্রত্যাশা বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের।
বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়ে বলা হয়, রাজপরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে পুরস্কৃত করে সম্মানিত করা হবে। এতে গোটা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরাও সম্মানিত বোধ করছেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, সরকার আন্তরিক হলে প্রবাসীরা যে যেই দেশেই থাকুন, সেখান থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করা সময়ের ব্যাপারমাত্র।
লিখিত বক্তব্যে জানানো হয়, এই মৌলিক অধিকারের দাবি অন্য দেশগুলো পূরণ করেছে। যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা ও তুরস্কের নাগরিকরা যে দেশেই বসবাস করেন না কেন, জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ রয়েছে তাদের। প্রত্যেক দেশের দূতাবাসগুলো বিভিন্ন দেশে তাদের নাগরিকদের ভোট নেওয়ার ব্যবস্থা করে থাকে।

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীরা তাদের নিয়োগকর্তার (স্পন্সর) অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন এবং সহজেই সৌদি আরবে প্রবেশ ও বের হওয়ার স্বাধীনতা পাবেন।
৫ ঘণ্টা আগে
আসিয়ান শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে মালয়েশিয়াজুড়ে নিরাপত্তা ও আগমন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ তিন হাজারেরও বেশি কর্মকর্তাকে দেশের সব প্রবেশপথে নিয়োগ দিয়েছে।
৫ দিন আগে
জার্মানির ফ্রাঙ্কফুট শহরে আরম্ভ হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক বইমেলা। মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন।
৭ দিন আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে আরম্ভ হয়েছে পাঁচ দিন ব্যাপী আন্তর্জাতিক বইমেলা।বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন।
৭ দিন আগে