লন্ডনে মৌলভীবাজার জেলা বিএনপির মতবিনিময় সভা

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০: ৪২

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের ছেলে এম. নাসের রহমান।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী জেরিস। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক শফিক আহমেদ এবং কেমডেন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জলিল উদ্দিন চৌধুরী খোকন।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দেলোয়ার হুসেন আহাদ। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সভাপতি শাহ সাইফুল আক্তার লিখন।

প্রধান বক্তা এম. নাসের রহমান সভায় ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে ১১ মাসের একটি রূপরেখা উপস্থাপন করেন। তিনি বলেন, ‘পৃথিবীতে মাত্র দুটি দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) সিস্টেমে নির্বাচন অনুষ্ঠিত হয়—ইসরাইল তার মধ্যে একটি। এটি প্রকৃত গণতন্ত্র নয়, বরং এক ধরনের রাজনৈতিক ছলনা। মাত্র ৩২টি আসন নিয়ে নেতানিয়াহু সরকার গঠন করে—যা বাংলাদেশের জন্য একটি ভয়ানক দৃষ্টান্ত হতে পারে।’

তিনি আরো বলেন, ‘যারা এই পদ্ধতি বাংলাদেশে চাপিয়ে দিতে চায়, তাদের উদ্দেশ্য পরিষ্কার—গণতন্ত্র ধ্বংস করে একচেটিয়া ক্ষমতা কুক্ষিগত করা।’

সভায় তার স্ত্রী রোজিনা নাসের, ছেলে নাবিল রহমান, পুত্রবধূ ও কন্যাদ্বয়ের উপস্থিতি অনুষ্ঠানে একটি পারিবারিক ও আন্তরিক পরিবেশ সৃষ্টি করে।

সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা সাইস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান চৌধুরী তপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন— আব্দুল হামিদ চৌধুরী, মুজিবুর রহমান মুজিব, শামীম আহমেদ, সালেহ আহমেদ জিলান, আবুল হান্নান, রুহুল ইসলাম রুলু, দেওয়ান আইনুল হক মিনু, আব্দুল মুকিত ফারুক, মকসুদ আলী জাকারিয়া, ফজলুল হক সেলিম, মুহিদুর রহমান আপেল, ব্যারিস্টার লিয়াকত আলী, সৈয়দ রুয়াজ আহমেদ, আখতার হুসেন, আবুল মুমিত রবিন, বকশী শামীম আহমেদ, এবং সেলিব্রেটি শেফ আতিকুর রহমানসহ শতাধিক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

প্রবাসী বাংলাদেশিদের মাঝে নতুন আশার সঞ্চার করে এবং দলীয় ঐক্য ও অগ্রযাত্রার পথে একটি শক্তিশালী বার্তা প্রদান করে এই সভা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত