জিয়াউর রহমানের সংগ্রামের সারথি ছিলেন খালেদা জিয়া

দোয়া মাহফিলে বক্তারা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২০: ২৩
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০০: ০৭

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন লড়াকু ও আপসহীন নেত্রী। তার রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম বিএনপিকে আরও সমৃদ্ধ করবে। বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেত্রী হিসেবে তিনি দৃষ্টান্ত ও প্রেরণা হয়ে থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার মাদ্রিদের গ্রামবাংলা রেস্টুরেন্টে দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আব্দুল মুতালেব বাবুল, সাইয়েদ মিয়া, আবু জাফর রাসেল, বিল্লাল হোসেন শাকিল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আউয়াল খান, ইউনুস আলী, স্বেচ্ছাসেবক দল স্পেন শাখার সদস্যসচিব আসাদ আলী, শহিদুল ইসলাম, হুমায়ুন কবির রিগ্যান, হেলাল উদ্দিন সুলেমান, পলাশ, খোকন, স্পেন যুবদলের সিনিয়র নেতা আব্দুল মজিদ সুজন, কবির আহমেদ, মিনহাজ আহমেদ, শাফিন মজুমদার, মুকুল আহমেদ, মনির আহমেদ প্রমুখ।

আলোচনা ও দোয়া মাহফিলের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাদ্দাম হোসেন নাবিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী এ সময় উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত