• facebook
  • fb_group
  • twitter
  • tiktok
  • whatsapp
  • pinterest
  • youtube
  • linkedin
  • instagram
  • google
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
বাণিজ্য
সারা দেশ
বিশ্ব
খেলা
আইন-আদালত
ধর্ম ও ইসলাম
বিনোদন
ফিচার
আমার দেশ পরিবার
ইপেপার
আমার দেশযোগাযোগশর্তাবলি ও নীতিমালাগোপনীয়তা নীতিডিএমসিএ
facebookfb_grouptwittertiktokwhatsapppinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার দেশ | সম্পাদক ও প্রকাশক, মাহমুদুর রহমান 
মাহমুদুর রহমান কর্তৃক ঢাকা ট্রেড সেন্টার (৮ম ফ্লোর), ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং আমার দেশ পাবলিকেশন লিমিটেড প্রেস, ৪৪৬/সি ও ৪৪৬/ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।ফোন: ০২-৫৫০১২২৫০। ই-মেইল: info@dailyamardesh.comবার্তা: ফোন: ০৯৬৬৬-৭৪৭৪০০। ই-মেইল: news@dailyamardesh.comবিজ্ঞাপন: ফোন: +৮৮০-১৭১৫-০২৫৪৩৪ । ই-মেইল: ad@dailyamardesh.comসার্কুলেশন: ফোন: +৮৮০-০১৮১৯-৮৭৮৬৮৭ । ই-মেইল: circulation@dailyamardesh.com
ওয়েব মেইল
কনভার্টারআর্কাইভবিজ্ঞাপনসাইটম্যাপ
> প্রবাস

মতপার্থক্য ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে: আহমেদ আব্দুল কাদের

ওবায়দুল কবীর খোকন, (বার্মিংহাম) যুক্তরাজ্য
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৩: ০৭
logo
মতপার্থক্য ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে: আহমেদ আব্দুল কাদের

ওবায়দুল কবীর খোকন, (বার্মিংহাম) যুক্তরাজ্য

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৩: ০৭

দেশরক্ষা ও জাতীয় স্বার্থে সকলকে মতপার্থক্য ভুলে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের। তিনি বলেন, দীর্ঘদিনের বিভাজন ও মতভেদ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। এখন সময় এসেছে এক হয়ে কাজ করার, কারণ ইসলামের মৌলিক প্রশ্নে আমরা এক ও অভিন্ন।

মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের কভেন্ট্রি রোডস্থ স্থানীয় একটি সেমিনার হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের উদ্যোগে মহাসচিবের আগমন উপলক্ষে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির।

প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের বলেন, আমরা চাই একটি কল্যাণকর, ন্যায়ভিত্তিক ও বিভেদহীন রাষ্ট্র কাঠামো গঠন করতে। পৃথিবীর কোথাও এত বৈপরীত্য ও বিভাজন নেই যতটা আমাদের সমাজে। এই বৈপরীত্য দূর করতে হলে ইত্তেফাক বা ঐক্যই হচ্ছে সময়ের দাবি।

তিনি আরো বলেন, জনগণ বহুদিন ধরে চেয়ে আসছে— ইসলামি দলগুলো কেন এক প্ল্যাটফর্মে আসতে পারে না। আজ আমরা সেই মহাসুযোগের দ্বারে এসে দাঁড়িয়েছি। তাই এখনই সময় জনগণের আকাঙ্ক্ষা পূরণের, একসাথে কাজ করার, এবং ইসলামি রাজনীতির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার।

ড. কাদের আরো উল্লেখ করেন, স্বাধীনতার ৫৪ বছরেও জাতি সঠিক নেতৃত্ব পায়নি। শাসকদের শোষণ, দলীয়করণ ও স্বার্থপর রাজনীতির কারণে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই দেশপ্রেমের টানে আমাদের সকল মতপার্থক্য ভুলে একসাথে কাজ করতে হবে। দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমই একদিন জাতিকে মুক্তির পথে নিয়ে যাবে।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক আব্দুল কাদের সালেহ। তিনি বলেন, খেলাফত মজলিসের নেতৃত্ব শুরু থেকেই জাতীয় ঐক্যের জন্য কাজ করে যাচ্ছে। মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের দেশের ইসলামি আন্দোলনের এক অক্লান্ত পরিশ্রমী ব্যক্তিত্ব। তিনি দেশের এই ক্লান্তিলগ্নে ইসলামী আন্দোলনে সকল দল ও মতের ঐক্য প্রচেষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।

এছাড়া সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাওলানা এখলাছুর রাহমান (জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি), ক্বারী আব্দুল মুকিত আজাদ (খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য), মাওলানা এ টি এম মুকাররাম হাসান (মুসলিম সোসাইটি মিডল্যান্ডস সভাপতি), মাওলানা শাহ মিজানুল হক (ইউরোপ জোনের সদস্য) প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন—যুক্তরাজ্য নর্থের সহসভাপতি মাওলানা আব্দুল আউয়াল, আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, আলহাজ্ব এনামুর রহমান, কবি মুফিদুল গনি মাহতাব, মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ব আব্দুল গনি, আলহাজ্ব খছরু খান, বার্মিংহাম সভাপতি ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আ ফ ম শুয়াইব, যুক্তরাজ্য সাউথের সহ সাধারণ সম্পাদক হাফেজ মুশতাক আহমেদ, বার্মিংহাম সহসভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমেদ, হাফেজ আনোয়ারুল হক, যুক্তরাজ্য নর্থের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ হাবিবুর রহমান, লাফবরা সভাপতি মাওলানা হাফেজ বজলুর রহমান, সাহিত্য সম্পাদক মাওলানা সাইফ রাহমান, ব্রিস্টল শাখা সভাপতি আজিজুর রহমান, ওয়ালসাল শাখা সম্পাদক হাফেজ খুবাইব আহমেদ শাকিরসহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ।

সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বার্মিংহাম সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুশ শাকুর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী (সহসভাপতি, যুক্তরাজ্য নর্থ), মুহাম্মদ আল ইসলাম (বায়তুলমাল সম্পাদক), হাজী নুর মিয়া (চেয়ারম্যান, মসজিদে উসমান), সৈয়দ মইনুদ্দিন ইকবাল (সহসভাপতি, বার্মিংহাম), মাওলানা ইউসুফ বিন আকিল (বায়তুলমাল সম্পাদক), মাওলানা সৈয়দ ইকবাল হুসাইন (নেতা, জমিয়তে উলামা বার্মিংহাম), ও যুববিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাফিউল ইসলাম প্রমুখ।

গণসমাবেশটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত মুসল্লি ও প্রবাসী বাংলাদেশিরা ড. আহমেদ আব্দুল কাদেরের নেতৃত্বে ঐক্য ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com

দেশরক্ষা ও জাতীয় স্বার্থে সকলকে মতপার্থক্য ভুলে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের। তিনি বলেন, দীর্ঘদিনের বিভাজন ও মতভেদ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। এখন সময় এসেছে এক হয়ে কাজ করার, কারণ ইসলামের মৌলিক প্রশ্নে আমরা এক ও অভিন্ন।

মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের কভেন্ট্রি রোডস্থ স্থানীয় একটি সেমিনার হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের উদ্যোগে মহাসচিবের আগমন উপলক্ষে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির।

প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের বলেন, আমরা চাই একটি কল্যাণকর, ন্যায়ভিত্তিক ও বিভেদহীন রাষ্ট্র কাঠামো গঠন করতে। পৃথিবীর কোথাও এত বৈপরীত্য ও বিভাজন নেই যতটা আমাদের সমাজে। এই বৈপরীত্য দূর করতে হলে ইত্তেফাক বা ঐক্যই হচ্ছে সময়ের দাবি।

তিনি আরো বলেন, জনগণ বহুদিন ধরে চেয়ে আসছে— ইসলামি দলগুলো কেন এক প্ল্যাটফর্মে আসতে পারে না। আজ আমরা সেই মহাসুযোগের দ্বারে এসে দাঁড়িয়েছি। তাই এখনই সময় জনগণের আকাঙ্ক্ষা পূরণের, একসাথে কাজ করার, এবং ইসলামি রাজনীতির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার।

ড. কাদের আরো উল্লেখ করেন, স্বাধীনতার ৫৪ বছরেও জাতি সঠিক নেতৃত্ব পায়নি। শাসকদের শোষণ, দলীয়করণ ও স্বার্থপর রাজনীতির কারণে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই দেশপ্রেমের টানে আমাদের সকল মতপার্থক্য ভুলে একসাথে কাজ করতে হবে। দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমই একদিন জাতিকে মুক্তির পথে নিয়ে যাবে।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক আব্দুল কাদের সালেহ। তিনি বলেন, খেলাফত মজলিসের নেতৃত্ব শুরু থেকেই জাতীয় ঐক্যের জন্য কাজ করে যাচ্ছে। মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের দেশের ইসলামি আন্দোলনের এক অক্লান্ত পরিশ্রমী ব্যক্তিত্ব। তিনি দেশের এই ক্লান্তিলগ্নে ইসলামী আন্দোলনে সকল দল ও মতের ঐক্য প্রচেষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।

এছাড়া সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাওলানা এখলাছুর রাহমান (জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি), ক্বারী আব্দুল মুকিত আজাদ (খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য), মাওলানা এ টি এম মুকাররাম হাসান (মুসলিম সোসাইটি মিডল্যান্ডস সভাপতি), মাওলানা শাহ মিজানুল হক (ইউরোপ জোনের সদস্য) প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন—যুক্তরাজ্য নর্থের সহসভাপতি মাওলানা আব্দুল আউয়াল, আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, আলহাজ্ব এনামুর রহমান, কবি মুফিদুল গনি মাহতাব, মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ব আব্দুল গনি, আলহাজ্ব খছরু খান, বার্মিংহাম সভাপতি ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আ ফ ম শুয়াইব, যুক্তরাজ্য সাউথের সহ সাধারণ সম্পাদক হাফেজ মুশতাক আহমেদ, বার্মিংহাম সহসভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমেদ, হাফেজ আনোয়ারুল হক, যুক্তরাজ্য নর্থের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ হাবিবুর রহমান, লাফবরা সভাপতি মাওলানা হাফেজ বজলুর রহমান, সাহিত্য সম্পাদক মাওলানা সাইফ রাহমান, ব্রিস্টল শাখা সভাপতি আজিজুর রহমান, ওয়ালসাল শাখা সম্পাদক হাফেজ খুবাইব আহমেদ শাকিরসহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ।

সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বার্মিংহাম সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুশ শাকুর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী (সহসভাপতি, যুক্তরাজ্য নর্থ), মুহাম্মদ আল ইসলাম (বায়তুলমাল সম্পাদক), হাজী নুর মিয়া (চেয়ারম্যান, মসজিদে উসমান), সৈয়দ মইনুদ্দিন ইকবাল (সহসভাপতি, বার্মিংহাম), মাওলানা ইউসুফ বিন আকিল (বায়তুলমাল সম্পাদক), মাওলানা সৈয়দ ইকবাল হুসাইন (নেতা, জমিয়তে উলামা বার্মিংহাম), ও যুববিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাফিউল ইসলাম প্রমুখ।

গণসমাবেশটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত মুসল্লি ও প্রবাসী বাংলাদেশিরা ড. আহমেদ আব্দুল কাদেরের নেতৃত্বে ঐক্য ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশযুক্তরাজ্যখেলাফত মজলিস
সর্বশেষ
১

গাজা সীমান্তে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা আমেরিকার

২

হাসিনার রায়ের তারিখ জানা যেতে পারে আজ

৩

পেট্রোল বোমাসহ ছাত্রলীগের তিনজন গ্রেপ্তার

৪

ডিএমপি কমিশনারকে নিয়ে অপপ্রচার: কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

৫

জুলুম থেকে মুক্তি লাভ করেছি অনিয়ম থেকেও করতে হবে: আখতার হোসেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের সুরক্ষা নীতিমালায় সংস্কারের দাবি

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের দাবি তুলেছে বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনগুলো। তাদের মতে, জাল কাগজপত্র তৈরি, কোটার অপব্যবহার এবং ভুক্তভোগীদের অপরাধী হিসেবে চিহ্নিতকরণসহ মানবপাচারের সমস্যাগুলো এখনো সমাধান হয়নি।

১ দিন আগে

মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বক্তারা বলেন, প্রবাসে থেকেও সংগঠিত সদস্যপদ ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। দলের ডিজিটাল রূপান্তর প্রবাসীদের সম্পৃক্ততাকে নতুন মাত্রা দিয়েছে।

৪ দিন আগে

৮ মাসে ২ লক্ষাধিক বাংলাদেশির মালয়েশিয়া ভ্রমণ

২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে আগত পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৯২৯ জনে, যা গত বছরের তুলনায় ১২৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উপমন্ত্রীর ভাষায়, এই অর্জন আমাদের পারস্পরিক বন্ধুত্ব, আস্থা ও সহযোগিতার দৃঢ়তার প্রতিফলন।

৬ দিন আগে

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খোঁজ মিললো অসুস্থ প্রবাসীর

জানা গেছে, অসুস্থ প্রবাসীর নাম মিকাইল, বাংলাদেশী পাসপোর্ট নম্বর- A05327242 । তিনি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের মাটিখলা গ্রামের বাসিন্দা। চাকুরীর সুবাদে তিনি মালয়েশিয়ার জোহরবারু রাজ্যে বসবাস করতেন। কিন্তু অসুস্থতার কারণে অনেক দিন যাবত ঠিক মতো কাজ করতে পারছিলেন না।

৭ দিন আগে
মতপার্থক্য ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে: আহমেদ আব্দুল কাদের

মতপার্থক্য ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে: আহমেদ আব্দুল কাদের

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের সুরক্ষা নীতিমালায় সংস্কারের দাবি

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের সুরক্ষা নীতিমালায় সংস্কারের দাবি

মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৮ মাসে ২ লক্ষাধিক বাংলাদেশির মালয়েশিয়া ভ্রমণ

৮ মাসে ২ লক্ষাধিক বাংলাদেশির মালয়েশিয়া ভ্রমণ