সিডনিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

ফারুক আমিন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৩: ৫০
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৫: ১৩

বাংলাদেশের রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে ফ্যাসিবাদের পতন ও অসংখ্য শহীদ এবং আহত মানুষদের ত্যাগের স্মরণে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে নানা আয়োজন অব্যাহত রয়েছে।

গতকাল রোববার বিকেলে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়া নামক সংগঠনের উদ্যোগে সিডনির পেরী পার্কে অবস্থিত অস্ট্রেলিয়ান ন্যাশনাল স্পোর্টস ক্লাব (এএনএসসি) হলে ‘রক্তাক্ত জুলাই ভুলি নাই’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ছিলো মুকুল খানের আবৃত্তি ‘কালো মেয়ের জন্য পংক্তিমালা, আসিফ ইকবালের আবৃত্তি ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়’, শামসুল সরকার রতনের আবৃত্তি ‘একটি অনিবার্য বিপ্লবের ইশতেহার’, ‘বাংলাদেশের ইতিহাস ও জুলাই’ থিম অবলম্বনে শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা ইত্যাদি।

বিজ্ঞাপন

Australia-2

জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার সংগঠক নিশু রহমান ও ফাহাদ হকের যৌথ পরিচালায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজ্ঞ ব্যারিস্টার জাকি ওমর, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, এনসিপি ডায়াসপোরা প্রতিনিধি সালওয়া শামস, সেভ বাংলাদেশ প্রতিনিধি ড. মোহাম্মদ ইউসুফ, স্থানীয় সোশাল ডকুমেন্টারিয়ান বেলিন্ডা ম্যাসন প্রমুখ।

বাংলাদেশে জুলাই পরবর্তী সফরের স্মৃতিচারণ করে এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে শুভেচ্চা জানিয়ে পাঠানো অস্ট্রেলিয়ান ফেডারেল হোম এফেয়ার্স মিনিস্টার টনি বার্কের ভিডিও বক্তব্যের পাশাপাশি বাংলাদেশ থেকে অনলাইনে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা রাফে সালমান রিফাত ও এহতেশাম হক।

রোববার একই দিন সন্ধ্যায় সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বার নবান্ন রেস্টেুরেন্টে বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান ও স্বৈরাচারী খুনি হাসিনার পতন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুমের পরিচালনায় অনুষ্ঠিতি এ সভায় জুলাই বিপ্লবে গণমানুষের ত্যাগ আলোচনা করে বক্তব্য রাখেন মো. আবুল হাছান, রুহুল আহমেদ সওদাগর, একেএম ফজলুল হক শফিক, এসএম নিগার এলাহী চৌধুরীসহ অস্ট্রেলিয়া বিএনপির নানা পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপি অস্ট্রেলিয়ার আয়োজিত এ সভায় বক্তারা শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ হাজারো মানুষের চূড়ান্ত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য দেশবাসীর ঐক্যের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত