ডেস্ক রিপোর্ট
আমেরিকায় কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক, লেখক ও মিডিয়া পেশাজীবীদের উদ্যোগে যাত্রা শুরু করল ‘দ্য বাংলাদেশি-আমেরিকান মিডিয়া ফাউন্ডেশন, ইনক.’। গত ২৭ জুলাই নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে অলাভজনক সংস্থাটির যাত্রা শুরু হয়।
নতুনভাবে নিবন্ধিত সংস্থাটির উপদেষ্টা ও পরিচালক হিসেবে রয়েছেন—সরকার কবীর উদ্দিন, রোকেয়া হায়দার, মনজুর আহমদ, কাজী শামসুল হক, কাজী মন্টু, নিহার সিদ্দিকী, আবিদ রহমান, মুহাম্মদ আনিসুল কবির জাসির, আকবর হায়দার কিরন, ফকির সেলিম, শাহাদাত সবুজ ও আবু নছর।
উদ্যোক্তারা বলছেন, আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিকদের এক ছাতার নিচে আনা, পেশাগত যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা এবং গণমাধ্যম জগতের কল্যাণে কাজ করবে দ্য বাংলাদেশি-আমেরিকান মিডিয়া ফাউন্ডেশন, ইনক.। পেশাগত ঐক্য ও নেটওয়ার্ক গঠন, সাংবাদিক ও লেখকদের যোগাযোগ, সহযোগিতা ও মেন্টরশিপের সুযোগ তৈরি, সুরক্ষা ও অধিকার রক্ষাসহ স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কাজ করবে সংস্থাটি।
সংস্থাটির এক প্রতিষ্ঠাতা সদস্য বলেন, এ সংগঠন কেবল সাংবাদিকদের জন্য নয়, এটি পুরো প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্য একটি দরজা খুলে দিচ্ছে। আমরা এমন একটি জায়গা গড়ে তুলতে চাই, যেখানে আমাদের সাংবাদিক, লেখক ও কনটেন্ট নির্মাতা একে অপরকে সহযোগিতা করতে পারবেন এবং মার্কিন মূলধারার পাশাপাশি প্রবাসী সমাজেও আমাদের কণ্ঠস্বর জোরালোভাবে তুলে ধরতে পারবেন।
সংস্থাটি বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক বিশেষ করে কমিউনিটি মিডিয়ায় কাজ করা সাংবাদিকদের জন্য আইনি সহায়তা দেওয়া, প্রেস স্বাধীনতার পক্ষে সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন, সাংবাদিক, জনসাধারণ এবং বাংলাদেশ থেকে আগত অতিথিদের মাঝে সেতুবন্ধ গড়ে তোলার জন্য ফোরাম, সংবর্ধনা ও আলোচনার আয়োজন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য প্রদান, সম্মাননা, কনফারেন্স ও প্রশিক্ষণ প্রদান, বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকদের স্থানীয় নেতা, নির্বাচিত প্রতিনিধি ও বাংলাদেশি অতিথিদের সঙ্গে সম্পৃক্ত করে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও অংশীদারত্ব গড়ে তোলা, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া তরুণদের সাংবাদিকতা ও মূলধারার মিডিয়ায় আগ্রহী করে তুলতে মেন্টরশিপ, ইন্টার্নশিপ ও সৃজনশীল প্রকল্পে যুক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
আমেরিকায় কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক, লেখক ও মিডিয়া পেশাজীবীদের উদ্যোগে যাত্রা শুরু করল ‘দ্য বাংলাদেশি-আমেরিকান মিডিয়া ফাউন্ডেশন, ইনক.’। গত ২৭ জুলাই নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে অলাভজনক সংস্থাটির যাত্রা শুরু হয়।
নতুনভাবে নিবন্ধিত সংস্থাটির উপদেষ্টা ও পরিচালক হিসেবে রয়েছেন—সরকার কবীর উদ্দিন, রোকেয়া হায়দার, মনজুর আহমদ, কাজী শামসুল হক, কাজী মন্টু, নিহার সিদ্দিকী, আবিদ রহমান, মুহাম্মদ আনিসুল কবির জাসির, আকবর হায়দার কিরন, ফকির সেলিম, শাহাদাত সবুজ ও আবু নছর।
উদ্যোক্তারা বলছেন, আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিকদের এক ছাতার নিচে আনা, পেশাগত যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা এবং গণমাধ্যম জগতের কল্যাণে কাজ করবে দ্য বাংলাদেশি-আমেরিকান মিডিয়া ফাউন্ডেশন, ইনক.। পেশাগত ঐক্য ও নেটওয়ার্ক গঠন, সাংবাদিক ও লেখকদের যোগাযোগ, সহযোগিতা ও মেন্টরশিপের সুযোগ তৈরি, সুরক্ষা ও অধিকার রক্ষাসহ স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কাজ করবে সংস্থাটি।
সংস্থাটির এক প্রতিষ্ঠাতা সদস্য বলেন, এ সংগঠন কেবল সাংবাদিকদের জন্য নয়, এটি পুরো প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্য একটি দরজা খুলে দিচ্ছে। আমরা এমন একটি জায়গা গড়ে তুলতে চাই, যেখানে আমাদের সাংবাদিক, লেখক ও কনটেন্ট নির্মাতা একে অপরকে সহযোগিতা করতে পারবেন এবং মার্কিন মূলধারার পাশাপাশি প্রবাসী সমাজেও আমাদের কণ্ঠস্বর জোরালোভাবে তুলে ধরতে পারবেন।
সংস্থাটি বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক বিশেষ করে কমিউনিটি মিডিয়ায় কাজ করা সাংবাদিকদের জন্য আইনি সহায়তা দেওয়া, প্রেস স্বাধীনতার পক্ষে সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন, সাংবাদিক, জনসাধারণ এবং বাংলাদেশ থেকে আগত অতিথিদের মাঝে সেতুবন্ধ গড়ে তোলার জন্য ফোরাম, সংবর্ধনা ও আলোচনার আয়োজন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য প্রদান, সম্মাননা, কনফারেন্স ও প্রশিক্ষণ প্রদান, বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকদের স্থানীয় নেতা, নির্বাচিত প্রতিনিধি ও বাংলাদেশি অতিথিদের সঙ্গে সম্পৃক্ত করে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও অংশীদারত্ব গড়ে তোলা, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া তরুণদের সাংবাদিকতা ও মূলধারার মিডিয়ায় আগ্রহী করে তুলতে মেন্টরশিপ, ইন্টার্নশিপ ও সৃজনশীল প্রকল্পে যুক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীরা তাদের নিয়োগকর্তার (স্পন্সর) অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন এবং সহজেই সৌদি আরবে প্রবেশ ও বের হওয়ার স্বাধীনতা পাবেন।
৮ ঘণ্টা আগেআসিয়ান শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে মালয়েশিয়াজুড়ে নিরাপত্তা ও আগমন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ তিন হাজারেরও বেশি কর্মকর্তাকে দেশের সব প্রবেশপথে নিয়োগ দিয়েছে।
৬ দিন আগেজার্মানির ফ্রাঙ্কফুট শহরে আরম্ভ হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক বইমেলা। মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন।
৭ দিন আগেজার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে আরম্ভ হয়েছে পাঁচ দিন ব্যাপী আন্তর্জাতিক বইমেলা।বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন।
৭ দিন আগে