মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি শপিং সেন্টারে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১২৪ জন প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
গতকাল সোমবার দুপুরে জালান চৌ কিট নামের ওই শপিং সেন্টারে এই অভিযান চালানো হয়। মালয়েশিয়ার পত্রিকা দ্য সান এই তথ্য জানিয়েছে।
অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ ব্যবসায়িক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে ১২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেছেন, কর্মকর্তারা ২০৫ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ১২৪ জনকে আটক করেছেন। তাদের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে।
আটকদের মধ্যে ৫৯ জন পাকিস্তানি, ৩৭ জন বাংলাদেশি, ১২ জন ইন্দোনেশীয়, ১০ জন বার্মিজ, পাঁচজন ভারতীয় এবং একজন থাই নাগরিক রয়েছেন।
তিনি আরো বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, অনেক বিদেশি অভিবাসন নিয়মের শর্ত লঙ্ঘন করেছেন। তাদের নিয়োগকর্তারাও এর সঙ্গে জড়িত।


উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন