ঢাকায় রিচি, ফিরবেন কাজে

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ২৮

টানা বেশ কয়েক মাস আমেরিকায় থাকার পর দেশে ফিরেছেন নাটকের প্রিয় মুখ অভিনেত্রী রিচি সোলায়মান। আমেরিকায় যাবার আগে ‘কেন দেখা হলো না’নামের একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। আশা করা যাচ্ছে আবারো কাজে ফিরবেন তিনি।

দেশে ফিরে নতুন কাজ করা প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, ‘আজ সাতদিন হলো ঢাকায় ফিরেছি। ফিরে এসে আমার আম্মাকে একটু সময় দিচ্ছি। কারণ আম্মা বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। সাথে ছেলে মেয়েকেও সময় দিচ্ছি। এরমধ্যে বেশকিছু কাজের প্রস্তাবও এসেছে। সেগুলো নিয়ে ভাবছি। যদি গল্প এবং চরিত্র ভালোলাগলে তবেই কাজে ফিরবো। বাকীটা সময়ের ব্যাপার।’

বিজ্ঞাপন

রিচির সর্বশষ নাটক ‘কেন দেখা হলো না’প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকটির গল্প ভাবনা আমার কাছে ভালোলেগেছিলো। এখনতো আসলে দেখা যায় যে প্রায় সব নাটকের গল্পেই প্রায় কাছাকাছি বা একই রকমের। কিন্তু ‘কেন দেখা হলো না’ গল্পটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে বিধায় এতে অভিনয় করেছি। তাছাড়া এখন যে সময়ে এসে আমি পৌঁছেছি এখন একটু বুঝে শুনেই নাটক করতে হয়। গল্পটা বুঝতে হয়, নিজের চরিত্রটা মন দিয়ে বুঝতে হয়। নির্মাতাকে ধন্যবাদ এতো চমৎকার একটি গল্প নির্বাচনের জন্য। আমাকেও চমৎকার গল্পে এবং চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য। আশা করি গল্প, লোকেশন, নির্মাণ এবং শিল্পীদের অভিনয় দর্শকের ভালোলাগবে।‘

নাটকটিতে রিচির সঙ্গে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, মীর রাব্বি, মাহিমা। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, নির্মাণ করেছেন মো. আব্দুল্লাহ আল হারুন। মূলত নাটকটি পেছনে ফেলে আসা দিনের গল্প। কেন দুজনার সঙ্গে দুজনার আর দেখা হলো না সেই গল্পই তুলে ধরার চেষ্টা করেছেন নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন।

গেলো বছরের শেষপ্রান্তে এসে নিজের ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন নন্দিত জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণী’তে অবস্থিত এই বিউটি লাউঞ্জের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।

এদিকে রিচি সোলায়মান ইমরাউল রাফাতের পরিচালিনায় ‘পরস্পর’ নাটকেও অভিনয়ের কথা ছিলো। কিন্তু শেষমেষ ব্যাটে বলে মিলেনি বিধায় এতে আর অভিনয় করা হয়ে উঠেনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত